আলু কচু দিয়ে ইলিশ মাছ (gathi aloo diye ilish recipe in Bengali)

Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

#মাছের রেসিপি
এই ভাবে ইলিশ মাছ রান্না করলে ভালো লাগে খেতে গরম ভাত দিয়ে।

আলু কচু দিয়ে ইলিশ মাছ (gathi aloo diye ilish recipe in Bengali)

#মাছের রেসিপি
এই ভাবে ইলিশ মাছ রান্না করলে ভালো লাগে খেতে গরম ভাত দিয়ে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩-৪ টুকরোইলিশ মাছ
  2. ১টাআলু
  3. ৩-৪টেকচু
  4. ২চা চামচপোস্ত বাটা
  5. ২চা চামচসাদা সর্ষে বাটা
  6. ১ চা চামচ কালো জিরে
  7. পরিমান মতোসর্ষের তেল
  8. স্বাদ মতোনুন-
  9. ১/২চা চামচহলুদ গুঁড়ো
  10. ৪টেচেরা কাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মাছ গুলো নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে।

  2. 2

    আমি এখানে কচু গুলো সেদ্ধ করে নিয়েছি।

  3. 3

    এবার করায়ে তেল দিয়ে তাতে কালো জিরে ফোরন দিয়ে আলু গুলো দিয়ে একটু নেড়ে নিতে হবে।

  4. 4

    এবার আগে থেকে সেদ্ধ করে রাখা কচু,নুন, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে।

  5. 5

    এবার চেরা কাঁচা লঙ্কা গুলো দিয়ে সর্ষে পস্তো বাটা টা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে।

  6. 6

    কষানো হয়ে গেলে পরিমান মতো জল দিয়ে ফুটতে দিতে হবে। ফুটে উঠলে ভেজে রাখা মাছ গুলো দিয়ে আরেকটু ফুটতে দিতে হবে।

  7. 7

    ফুটে উঠলেই তৈরি আলু কচু দিয়ে ইলিশ মাছ।গরম ভাত দিয়ে ভালো লাগে খেতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

Similar Recipes