পুর ভরা চিকেন কচুরি(Pur bhora chiken kochuri recipe in bengali)

Keka Dey
Keka Dey @cook_24217819

পুর ভরা চিকেন কচুরি(Pur bhora chiken kochuri recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
২জন
  1. ২০০গ্রাম চিকেন কুচি
  2. ১টি বড় পেয়াঁজ কুচি
  3. ৫কোয়া রসুন কুচি
  4. ১টি টমেটো কুচি
  5. ২টি কাঁচা লঙ্কা কুচি
  6. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. ১ চা চামচ ধনে গুঁড়ো
  9. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  10. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  11. স্বাদ মতো নুন
  12. ২কাপ সাদা তেল
  13. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  14. ১চা চামচ পাতিলেবুর রস
  15. ১চা চামচআদা বাটা
  16. ১কাপ ময়দা
  17. ২চা চামচ সাদা তেল
  18. ১চিমটি বেকিং সোডা
  19. স্বাদ মতো নুন
  20. পরিমান মতো জল

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    ময়দা মেখে ২০মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে

  2. 2

    কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ রসুন ভেজে চিকেন দিয়ে নেড়েচেড়ে সব মশলা দিয়ে ৫মিনিট কষিয়ে নুন দিয়ে নেড়ে ঢাকা দিয়ে ৪মিনিটরান্না করতে হবে জল দেওয়া যাবে না।এরপর গরম মশলা লেবুর রস দিয়ে নামিয়ে নিতে হবে পুরটা রেডি।

  3. 3

    ময়দা থেকে সব লেচি করে একটি করে নিয়ে হাতের সাহাষ‍্যে গোল বাটির মতো করে চিকেন পুর ভরে কচুরি শেফে করে নিয়ে রেখে কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিতে হবে

  4. 4

    গরম গরম টমেটো সস্ দিয়ে সার্ভ করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Keka Dey
Keka Dey @cook_24217819

Similar Recipes