জিলিপি(jilipi recipe in Bengali)

Nibedita Das
Nibedita Das @Nibe
Panskura

জিলিপি(jilipi recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
  1. ১০০ গ্রাম ময়দা
  2. ১/২ পাতিলেবু
  3. ১চিমটি লবণ
  4. ১০০ এম এল রিফাইন্ড তেল
  5. ১৫০ গ্রাম চিনি
  6. ২ টো টা এলাচ
  7. ১/২চা চামচ খাওয়ার সোডা
  8. ২০০ লিটার জল

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    ১টা বোতল এর ছিপি টা ফুটো করে নিতে হবে।

  2. 2

    ব্যটার তৈরি করার জন্য ১টি বাটিতে ময়দা, লবণ লেবু জল দিয়ে মোটা মোটা ব্যটার তৈরি করে নিতে হবে। বোতলে পুরে নিতে হবে।

  3. 3

    চিনির রস তৈরি করার জন্য কড়াই তে চিনি ও জল দিয়ে ফুটাতে হবে। এলাচ ছড়ে দিতে হবে। রসটা চিট চিটে হয়ে গেলে নামিয়ে রাখতে হবে।

  4. 4

    অপর একটি কড়াই তে তেল দিয়ে গরম করে। বোতলের ব্যটার টাতে সোডা দিয়ে নাড়িয়ে জিলিপির সাইজে ভেজে নিতে হবে। গরম গরম চিনি র রসে ডুবিয়ে ১ মিনিট তুলে নিতে হবে। তাহলেই তৈরি জিলিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nibedita Das
Panskura
আমি রান্না ভালোবাসি
আরও পড়ুন

Similar Recipes