পুর ভরা লঙ্কা (Pur bhora lonka recipe in Bengali)

ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

#c1
#week1
এই রেসিপি টা তৈরি করে খুব ভালো লাগছে, কারন আমার বাড়ি র সবার খুব পছন্দের।

পুর ভরা লঙ্কা (Pur bhora lonka recipe in Bengali)

#c1
#week1
এই রেসিপি টা তৈরি করে খুব ভালো লাগছে, কারন আমার বাড়ি র সবার খুব পছন্দের।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৮-১০টা বড় আচারিয়া লঙ্কা
  2. ১বাটি (বড়)আলু সিদ্ধ
  3. ১ চা চামচআমার পাউডার
  4. স্বাদ মতনুন
  5. ২চা চামচধনে গুঁড়ো
  6. ১ চা চামচ জিরে গুঁড়ো
  7. ১ চা চামচ কাঁচা লঙ্কা কুচি
  8. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  9. ১টেবিল চামচজোয়ান
  10. ২কাপবেসন
  11. ১ চা চামচহলুদ গুঁড়ো
  12. ১/২ কাপচালের গুঁড়ো
  13. প্রয়োজন অনুযায়ীসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    লংকা গুরো ধুইয়ে, মাঝখানে চিরে রাখতে হবে।

  2. 2

    সিদ্ধ আলু তে ধনে,জিরে একটু শুকনো খোলায় ভেজে গুরো করে মেশাতে হবে।

  3. 3

    কাঁচা লংকা, নুন, কাশ্মীর লংকা গুরো, আমচুর পাউডার এগুলো সব ঐ আলু সিদ্ধ র সাথে মেশাতে হবে।

  4. 4

    এবার কড়াইয়ে তেল গরম করে তাতে জোয়ান ফোড়ন দিয়ে পুরো আলু সিদ্ধ মাখা টা ঢেলে, একটু কষিয়ে নিতে হবে।
    এতে একটু ধনেপাতা কুচি দিতে হবে।পুর রেডি।

  5. 5

    প্রত্যেক টা লংকা র মাঝে আলুর পুর ভরতে হবে।

  6. 6

    এবার বেসন,চালের গুরো ৩:১ এই রেশিও তে নিয়ে তাতে নুন, লংকা গুরো মিশিয়ে, জল দিয়ে গুলে একটা ঘন বাটার তৈরি করতে হবে।

  7. 7

    ভাজার জন্য তেল গরম হলে,ঐ গরম তেল দুই টেবিল চামচ নিয়ে, বাআটারে মেশাতে হবে। তাহলে মুচমুচে হবে।

  8. 8

    একটা করে পুর ভরা লংকা নিয়ে বাআটারে ডুবিয়ে ভেজে নিলেই রেডি পুর ভরা লংকা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

Similar Recipes