সিঙ্গারা(singara recipe in Bengali)

Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01

#ভাজার রেসিপি
#ebook2
জামাইষষ্ঠী দিনে এই পদটি স্ন্যাক্সে করা যেতে পারে।

সিঙ্গারা(singara recipe in Bengali)

#ভাজার রেসিপি
#ebook2
জামাইষষ্ঠী দিনে এই পদটি স্ন্যাক্সে করা যেতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
5-6জনের জন্য
  1. 1 কাপময়দা
  2. 3-4 টিআলু
  3. 2টেবিল চামচ ভাজা মশলার গুঁড়ো (ধনে, পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা)
  4. 1টেবিল চামচ গ্ৰেট করা আদা
  5. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  6. 1 চিমটিগোটা জিরে
  7. পরিমাণ অনুযায়ীধনেপাতা কুচি
  8. স্বাদ অনুযায়ীনুন
  9. পরিমাণ অনুযায়ীসাদা তেল গরম

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    প্রথমে একটি পাত্রে এক কাপ ময়দা, এক চিমটি নুন, তিন টেবিল চামচ সাদা তেল, দিয়ে ভাল করে মাখিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে ময়দার ডো বানিয়ে নিতে হবে। ময়দা ডোটি বেশি শক্ত অথবা নরম না হয়, মাঝামাঝি হয়। ময়দা মাখাটি পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। পনেরো মিনিট পর লেচি কেটে নিতে হবে।

  2. 2

    এরপর তিন - চারটি আলু ছোটো ছোটো করে কেটে প্রেসারে একটি সিটি দিয়ে সিদ্ধ করে জল ঝড়িয়ে নিতে হবে।

  3. 3

    এবার দুটি শুকনো লঙ্কা, এক টেবিল চামচ গোটা ধনে, হাপ টেবিল চামচ পাঁচফোড়ন শুকনো কড়াতে অল্প ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে।

  4. 4

    এবার কড়াতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে, এক চিমটি গোটা জিরে ফোরন দিয়ে, এক টেবিল চামচ গ্ৰেট করা আদা দিয়ে অল্প নাড়াচাড়া করে হাপ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে, আলুগুলো দিয়ে ভেজে নিতে হবে। এরপর স্বাদ মতো নুন ও ভাজা মশলার গুঁড়ো এবং ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে।

  5. 5

    এবার মেখে রাখা ময়দা লেচি গুলি লম্বা করে বেলে নিতে হবে। তারপর মাঝামাঝি কেটে নিতে হবে। এরপর জল দিয়ে এক সাইড মুড়ে নিতে হবে।

  6. 6

    এরপর আলুর পুর ভরে আবার চারিদিকে জল দিয়ে ভালো করে মুরে নিয়ে সিঙ্গারা বানিয়ে নিতে হবে।

  7. 7

    এবার কড়াতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে সিঙ্গারা গুলি ভেজে তুলে নিতে হবে। তেল ঠান্ডা অবস্থায় সিঙ্গারা গুলি কড়াতে ছাড়তে হবে। তাহলে মুচমুচে হবে।

  8. 8

    এবার তৈরি মুচমুচে সিঙ্গারা।এবার চায়ের সঙ্গে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01
আমি রান্না করতে ভালবাসি, নিত্য নতুন রান্না কুকপ্যাড থেকে শিখে বানানোর চেষ্টা করি।
আরও পড়ুন

Similar Recipes