ক্যারামেল পুডিং (Caramel Pudding recipe in Bengali)

Keya Mandal
Keya Mandal @cook_25675397
Chinsurah, Hooghly

ক্যারামেল পুডিং (Caramel Pudding recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4 জন
  1. 2 কাপদুধ ফুল ক্রিম
  2. 1টেবিল চামচ কাস্টার্ড পাউডার দুধে গুলিয়ে রাখতে হবে।
  3. 1/2 কাপচিনি
  4. 2 টোডিম
  5. 1টেবিল চামচ ভ্যানিলা এসেন্সে
  6. 2টেবিল চামচ মিল্ক পাউডার

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে 2 কাপ দুধ ফুটিয়ে 1 কাপ করতে হবে। ডিম ভালো করে ফেটিয়ে দুধে গোলা কাস্টার পাউডার,চিনি ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিতে হবে।

  2. 2

    এবার একটি নন স্টিক প্যানে 4 টেবিল চামচ চিনি ও 1 টেবিল চামচ জল দিয়ে ফুটতে দিতে হবে যতক্ষন না সোনালী রঙের ক্যারামেল তৈরি হচ্ছে। আঁচ একদম কম করে ফোটাতে হবে।

  3. 3

    এবার একটি পাত্রে ক্যারামেল ঢেলে নিতে হবে ঠান্ডা হবার আগে। এবার এই ক্যারামেল এর ওপর ঘন করা পুডিং মিক্সচার ঢেলে দিয়ে ফ্রিজে সেট করতে দিতে হবে।কমপক্ষে 2 ঘন্টার জন্য।

  4. 4

    ঠান্ডা পরিবেশন করে নিন ক্যারামেল পুডিং।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Keya Mandal
Keya Mandal @cook_25675397
Chinsurah, Hooghly

Similar Recipes