মটন মলমল (Mutton molmol recipe in bengali)

Rubi Paul
Rubi Paul @cook_21130802

#GA4
#Week3
Goldenapron4 এর তৃতীয় সপ্তাহ থেকে Mutton শব্দটি বেছে নিয়েছি।
ছুটির দিন যদি দুপুরের পাতে মটন থাকে আর কি কিছু চাই? বানিয়ে ফেললাম মটন মলমল।

মটন মলমল (Mutton molmol recipe in bengali)

#GA4
#Week3
Goldenapron4 এর তৃতীয় সপ্তাহ থেকে Mutton শব্দটি বেছে নিয়েছি।
ছুটির দিন যদি দুপুরের পাতে মটন থাকে আর কি কিছু চাই? বানিয়ে ফেললাম মটন মলমল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
ফ্যামিলির জন্য
  1. 700 গ্রামমটন
  2. 10 টুকরোপেঁপে
  3. 4 টে বড় পেঁয়াজ
  4. 10কোয়া রসুন
  5. 3 ইঞ্চিআদা
  6. 2 টোবড় জ্যোতি আলু
  7. 8 টাকাঁচা লঙ্কা
  8. 1/2 বাটিটক দই
  9. প্রয়োজনমতোপাতিলেবুর রস
  10. 2 চা চামচকাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  11. 2 চা চামচ জিরা গুঁড়ো
  12. 2 চা চামচধনে গুঁড়ো
  13. 2 টোশুকনো লঙ্কা
  14. 1টেবিল চামচ গোটা গরম মসলা
  15. প্রয়োজন মতোগরম মশলা
  16. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  17. স্বাদ মতনুন
  18. প্রয়োজনমতোসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে মটন ধুয়ে জল ঝরিয়ে লেবুর রস মাখিয়ে রেখে দেব, পেঁপে টুকরো করে কেটে নেবো,

  2. 2

    মটন ও পেঁপের টুকরো প্রেসারে সেদ্ধ করে নেব,

  3. 3

    পেঁয়াজ মিহি করে কুচিয়ে নেব, আদা রসুন টক দই গোটা গরম মসলা কাঁচা লঙ্কা টমেটো মিক্সিতে একসাথে বেটে নেব, আলু টুকরো করে কেটে ভেজে তুলে রাখবো,

  4. 4

    এবার কড়াইয়ে সরষের তেল গরম করে তেজপাতা ফোড়ন দিয়ে তাতে কুচানো পেঁয়াজ ভেজে বাটা মশলা টা দিয়ে দেবো, এরপর গোটা শুকনো লংকা, জিরেগুঁড়ো, ধনে গুঁড়ো, নুন,হলুদ সব দিয়ে দেবো, মসলাগুলো ভালোভাবে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসে, এরপর সেদ্ধ করে রাখা মাংস ও পেঁপে গুলো দিয়ে দেব,

  5. 5

    একনাগাড়ে কষাতে হবে, সেদ্ধ পেঁপে গুলো গ্রেভির সাথে মিশে গেলে ভেজে রাখা আলু গুলো দিয়ে দেবো, এরপর প্রয়োজনমতো গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, আলু সেদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে গরম মসলা গুঁড়া দিয়ে নামিয়ে দেবো,

  6. 6

    তৈরি হয়ে গেল মটন মলমল, রুটি, পরোটা, নান সবের সাথেই দারুন জমে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rubi Paul
Rubi Paul @cook_21130802

মন্তব্যগুলি (13)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
খুব সুন্দর আপনার এই রেসিপিটি। আমিও চেষ্টা করেছি। যদি ভালো লাগে কমেন্ট দেবেন অবশ্যই আর চাইলে অনুসরণ।🌹

Similar Recipes