মাছের ডিমের বড়া (macher bora recipe in bengali)

Tulika Majumder
Tulika Majumder @cook_25846312

আহা... খুবই জনপ্রিয় এই বড়াভাজা
যা খেলে ছোট থেকে বড় সবাই পায় মজা।
#ভাজার রেসিপি

মাছের ডিমের বড়া (macher bora recipe in bengali)

আহা... খুবই জনপ্রিয় এই বড়াভাজা
যা খেলে ছোট থেকে বড় সবাই পায় মজা।
#ভাজার রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
  1. ৩০০ গ্রাম মাছের ডিম
  2. ২ টি বড় মাপের পেঁয়াজ কুচি
  3. ১ চা চামচ আদা বাটা
  4. ১/২ চা চামচ রসুন বাটা
  5. ১ টেবিল চামচ ধনেপাতা কুচি
  6. ২ টি কাঁচালঙ্কা কুচি
  7. ২ টেবিল চামচ চালের গুঁড়ো
  8. ২ টেবিল চামচ বেসন
  9. ১/২ চা চামচ বেকিং পাউডার
  10. ১ চা চামচ ধনে গুঁড়ো
  11. ১ চা চামচ জিরে গুঁড়ো
  12. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  13. ১/২ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
  14. ১/২ চা চামচ গোলমরিচের গুঁড়ো
  15. ১ চা চামচ লবণ
  16. ১ চা চামচ লেবুর রস
  17. ২ কাপ সাাদাতেল

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    একটি বড় বাটিতে নুন, কাঁচালঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ডলে মেখে নিতে হবে।

  2. 2

    এরপর মাছের ডিম ও লেবুর রস দিয়ে ভালো করে মেখে আদা ও রসুন বাটা দিয়ে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    একে একে সব মশলা গুলো দিয়ে ভালো করে মিশিয়ে ধনেপাতা কুচি মিশিয়ে চালের গুঁড়ো, বেসন ও বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

  4. 4

    এরপর একটি কড়াইয়ে তেল ঢেলে ভালো করে গরম করে আঁচ কমিয়ে অল্প করে মিশ্রণ টি নিয়ে বড়ার মাপে এক এক করে দিয়ে দিতে হবে।

  5. 5

    একটি খুন্তির সাহায্যে দুপিঠ হালকা বাদামি করে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করুন টমেটো সস্ এর সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tulika Majumder
Tulika Majumder @cook_25846312

Similar Recipes