কাঁচকলা ভাজা (Kanchkala bhaja recipe in bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#ভাজার রেসিপি
কাঁচকলা আধপাকা হয়ে গেলে রান্না তরকারিতে স্বাদ লাগেনা | তাই সেগুলি ফেলে না দিয়ে ভাজা করে নিলে তা ঝটপট খাওয়া হয়ে যায় ৷

কাঁচকলা ভাজা (Kanchkala bhaja recipe in bengali)

#ভাজার রেসিপি
কাঁচকলা আধপাকা হয়ে গেলে রান্না তরকারিতে স্বাদ লাগেনা | তাই সেগুলি ফেলে না দিয়ে ভাজা করে নিলে তা ঝটপট খাওয়া হয়ে যায় ৷

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. ২টি কাঁচকলা
  2. ১চা চামচ নুন
  3. ২চা চামচ হলুদ গুঁড়ো
  4. ১চা চামচ বীট লবণ
  5. ১ কাপ ঠান্ডা জল
  6. প্রয়োজন মত সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    কাঁচকলা খোসা ছাড়িয়ে পাতলা রিং করে কেটে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে ৷ তারপর সেটা তুলে ঠান্ডা জলে হলুদ দিয়ে ১০ মিনিট রাখতে হবে ৷

  2. 2

    এরপর সেগুলি তুলে কিচেন টাওয়ালে মুছে রাখতে হবে ৷

  3. 3

    প্যানে তেল খুব কড়া গরম করে তাতে অল্প করে কাটা কাঁচকলা কড়া ভেজে তুলে টিসু পেপারে তেল সোক করে নিতে হবে ৷ এরপর সেগুলি ঠান্ডা করে বীটলবন ছড়িয়ে ভাত বা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খাওয়া যাবে ৷ খুব পাতলা কেটে মুচমুচে ভেজে এগুলি দীঘদিন স্টোর করেও রাখা যায় ৷ লকডাউনে কোন জিনিসই ফেলা উচিত নয় ৷ তাই আধপাকা কাঁচকলা এখানে আমি ভেজে খাবার উপযোগী করে নিয়েছি ৷

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes