ব্রেড কয়েনস(Bread Coins recipe in Bengali)

Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

#ভাজার রেসিপি এটি খেতে ভালো হয়।সন্ধে বেলায় স্ন্যাকস হিসেবে খাওয়া যেতে পারে।

ব্রেড কয়েনস(Bread Coins recipe in Bengali)

#ভাজার রেসিপি এটি খেতে ভালো হয়।সন্ধে বেলায় স্ন্যাকস হিসেবে খাওয়া যেতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৬টাব্রেড
  2. ১/২কাপসেদ্ধ আলু
  3. ২টোকাঁচা লঙ্কা কুচি
  4. ১চা চামচআদা কুচি
  5. ১টাপেঁয়াজ কুচি
  6. ১টাটমেটো কুচি
  7. স্বাদ মতোনুন
  8. ১চা চামচচাট মশলা
  9. প্রয়োজন অনুযায়ীধনেপাতা কুচি
  10. ১/৪কাপময়দা
  11. প্রয়োজন অনুযায়ীটমেটো কেচাপ/ধনে পাতার চাটনি
  12. ১/২কাপব্রেডকাম্ব
  13. পরিমান মতোতেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ব্রেড গুলো নিয়ে আমি একটা বাটির সাহায্যে গোল করে কেটে নিয়েছি।

  2. 2

    আর সাইডের ব্রেড গুলো দিয়ে ব্রেডক্যামস বানিয়ে নিয়েছি।

  3. 3

    এবার একটা বাটিতে সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমাটো কুচি, নুন,চাট মসলা, ধনে পাতা কুচি সব এক সাথে মাখিয়ে নিতে হবে।

  4. 4

    এবার একটা গোল ব্রেড নিয়ে তাতে টমাটো কেচাপ বা ধনেপাতার চাটনি লাগিয়ে আলুর পুর টা দিয়ে আবার আরেকটা ব্রেড এ চাটনি লাগিয়ে উপর দিয়ে ভালোভাবে চেপে দিতে হবে।

  5. 5

    এবার একটা বাটিতে ময়দা, নুন,জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে।

  6. 6

    এবার ঐ ব্রেড গুলো ব্যাটার এ ডুবিয়ে নিয়ে ব্রেডক্যামস মাখিয়ে নিতে হবে ভালো ভাবে।

  7. 7

    করায়ে তেল গরম হলে ব্রেড গুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে তুলে নিলেই তৈরি ব্রেড কয়েনস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

Similar Recipes