ক্রিস্পি ফ্রায়েড চিকেন (crispy fried chicken recipe in Bengali)

Ankita Basu Saha
Ankita Basu Saha @ankitab123
Toronto

#ভাজার রেসিপি

ক্রিস্পি ফ্রায়েড চিকেন (crispy fried chicken recipe in Bengali)

#ভাজার রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
২ জনের জন্য
  1. ৬ টা ছোটো চিকেন ব্রেস্ট পিস
  2. ১/২ কাপ ময়দা
  3. ১/২ কাপ কর্ণফ্লাওয়ার
  4. ১ চা চামচ সয়াসস
  5. ১ চা চামচ টমেটো সস
  6. ১/২ চা চামচ আদা বাটা
  7. ১/২ চা চামচ রসুন বাটা
  8. ১/২ কাপ বাটার মিল্ক
  9. ১ টি ফেটানো ডিম
  10. ১/২ চা চামচ অরিগ্যানো
  11. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  12. ১/২ চা চামচ চিলি ফ্লেক্স
  13. ১/২ চা চামচ গার্লিক পাউডার
  14. ১/২ চা চামচ প্যাপরিকা পাউডার বা কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  15. স্বাদমতলবণ
  16. ২ কাপ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে চিকেনের টুকরো গুলো ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে তাতে আদা রসুন বাটা, সয়াসস, টমেটো সস, গোল মরিচ গুঁড়ো, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো, ডিম, বাটার মিল্ক, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করতে হবে ৩০ মিনিট ও ফ্রিজে রাখতে হবে।

  2. 2

    এরপর একটি পাত্রে ময়দা, কর্ণফ্লাওয়ার, লবণ, গার্লিক পাউডার, ওরিগ্যানো, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো, গোল মরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স একসাথে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    এরপর একটা একটা করে চিকেনের টুকরো নিয়ে ময়দার মিশ্রণে মাখিয়ে নিতে হবে ও অতিরিক্ত ময়দা ঝেড়ে অন্য একটি পাত্রে সরিয়ে রাখতে হবে।

  4. 4

    এরপর কড়াইতে তেল গরম করে ময়দা তে মাখানো চিকেন টুকরো গুলো মাঝারি আঁচে ভালো করে ভেজে নিতে হবে। গরম গরম পরিবেশন করুন সসের সঙ্গে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ankita Basu Saha
Ankita Basu Saha @ankitab123
Toronto

Similar Recipes