উত্তাপম (Vermicelli Uttapam recipe in bengali)

Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra

#GA4
#Week1সিমুই র উত্তাপম খুব স্বাস্থ্যকর ও দারুণ স্বাদের দক্ষিণ ভারতীয় জলখাবার

উত্তাপম (Vermicelli Uttapam recipe in bengali)

#GA4
#Week1সিমুই র উত্তাপম খুব স্বাস্থ্যকর ও দারুণ স্বাদের দক্ষিণ ভারতীয় জলখাবার

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
2-3 জনের জন্য
  1. 3/4 কাপসিমুই,শুকনো খোলায় ভাজা
  2. 1/2 কাপসুজি
  3. 1/4 কাপময়দা
  4. 1/4 কাপআটা
  5. 1 কাপটক দই
  6. স্বাদ মতনুন আন্দাজ মত চিনি
  7. 1 টাগাজর গ্ৰেট করা
  8. 1টা ক্যাপ্সিকাম কুচি করে কাটা
  9. 1 টা পেঁঁয়াজ কুচি
  10. 2-3টিকাচাঁ লঙ্কা কুচি
  11. 1/4 কাপ ধনেপাতা কুচি
  12. 1/4 চা চামচবেকিং সোডা
  13. প্রয়োজন অনুযায়ীরান্নার তেল
  14. ফোরনের জন্য লাগবে
  15. 10-12 টাকারিপাতা
  16. 1চা চামচ গোটা কালো সর্ষে
  17. 1/2 চা চামচহিং
  18. 1চা চামচহলুদ গুঁড়ো
  19. প্রয়োজন মতসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    প্রথমে সিমুই, সুজি,ময়দা, আটা,টক দই,আন্দাজ মত জল দিয়ে ভালো করে মিশিয়ে,1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে।এবার ওর মধ্যে সব সব্জি, নুন, চিনি, বেকিং সোডা ও আর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  2. 2

    ফোরনের জন্য অল্প তেল গরম করে, ওতে সব ফোরন টা দিয়ে ভালো করে ভেজে,সিমুই র মিশ্রনের উপর ঢেলে দিয়ে মিশিয়ে নিতে হবে‌।

  3. 3

  4. 4

    প্যানে খুব অল্প তেল গরম করে, সিমুই র মিশ্রণ হাতা করে নিয়ে ছড়িয়ে দিতে হবে। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে, এক দিক ভাজা হলে, অন্য দিক টা উল্টে ভালো করে ভেজে নিতে হবে। তেল দ্বিতীয় দিকটা ভাজা র সময় আরেক টু দিতে হবে।

  5. 5

    সব গুলো উত্তাপম ভাজা হয়ে গেলে পেল্টে সুন্দর করে সাজিয়ে, টমেটো সস অথবা নারকোলের চাটনি দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra
Ranna korte bhalo lage,natun ranna shikte ichha kore.My YouTube channelhttps://youtube.com/channel/UCZu1MBiyFIOuxczJY13gUUQ
আরও পড়ুন

Similar Recipes