ছাতুর পরোটা (chatur porota recipe in bengali)

Medha Sharma
Medha Sharma @cook_24775378
Balurghat

#GA4
#Week1
বাবার অনুরোধ য়ে বানিয়ে ফেললাম শেষ মেষ।ফার্স্ট ট্রাই আমার।

ছাতুর পরোটা (chatur porota recipe in bengali)

#GA4
#Week1
বাবার অনুরোধ য়ে বানিয়ে ফেললাম শেষ মেষ।ফার্স্ট ট্রাই আমার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4 জন
  1. 100 গ্রামময়দা
  2. 200 গ্রামআটা
  3. 1/2 চা চামচনুন
  4. 4 টেবিল চামচসাদা তেল
  5. পরিমাণ মতো মাখার জন্য জল
  6. ফিলিং এর জন্য
  7. 200 গ্রামছাতু
  8. 2 টাপেঁয়াজ মাঝারি মাপের
  9. 3-4 কোয়ারসুন
  10. 1 ইঞ্চিআদা মাপের
  11. 4টিকাঁচা লঙ্কা
  12. 2 টেবিল চামচআমের আচার
  13. 1 টালেবু
  14. 2 টেবিল চামচসর্ষে তেল
  15. 1 চা চামচগোল মরিচ গুঁড়ো
  16. 1 চা চামচভাজা জীরে গুঁড়ো
  17. নুন স্বাদ মতো
  18. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  19. 1 চা চামচচাত মসলা
  20. 4টেবিল চামচ জল
  21. পরিমাণ মতোভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে ছাতু নিয়ে তাতে ফিলিং এর ক্যাব উপকরন গুলো মিশিয়ে দিন

  2. 2

    এবার একটু হাতের সাহায্যে চেপে চেপে মাখুন।নুন দিলে যেন পেঁয়াজ থেকে জল ছারে এমন করে।

  3. 3

    খুব অল্প অল্প করে জল মেসান ।একটা শক্ত করে ফিলিং বানিয়ে ফেলুন।

  4. 4

    এবার ময়দা,আটা, নুন ও তেল মিশিয়ে ভালো করে ঘসুন যতক্ষন না ওটা ভিজে বালির মতো আঁকার নিতে শুরু করে।

  5. 5

    এবার জল দিয়ে একটা মসৃণ ময়দা মেখে ফেলুন।কিছুক্ষন রেস্ট করতে দিন ঢেকে

  6. 6

    এবার বের কর নিয়ে।আরো একবার ভালো করে মেখে নিয়ে । বল বানিয়ে নিন ময়দা থেকে ।

  7. 7

    এবার ময়দা গুলি কে আপনার সুবিধা অনুযায়ী ফিলিং দিয়ে ফিল করুন আবার মুখ তা বন্ধ করে বেলে নিন।

  8. 8

    এবার গ্যাস য়ে এ একটা প্যান বসিয়ে গরম করুন।তাতে বেলে রাখা পরোটা টা দিয়ে দিন

  9. 9

    দু পিঠ তা শুকনো ভেজে।অল্প করে সাদা তেল দিয়ে ভাজুন।খুন্তি দিয়ে ভাল করে চাপ দিয়ে ভাজ বেন।

  10. 10

    এবার প্যান থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।আচার বা দই দিয়ে।উপরে একটু মাখন লাগিয়ে দিন। খুব ইই দারুণ খেতে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Medha Sharma
Medha Sharma @cook_24775378
Balurghat
healthy is homemade
আরও পড়ুন

Similar Recipes