সুজির কাকরা পিঠা (Sujir Kakra Pitha recipe in Bengali)

Luna Bose
Luna Bose @khanawithluna

#ebook2
বিভাগ 3- রথযাত্রা/জন্মাষ্টমী

রথযাত্রা উৎসবে, ভগবান জগন্নাথ, তাঁর ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে জগন্নাথ মন্দির থেকে রথে গন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁরা 9 দিন অবস্থান করেন। প্রতিদিনের পূজা অনুষ্ঠানের সময় দেবদেবীদের 56 টি খাবার পরিবেশন করা হয় যা "ছাপ্পান ভোগ" নামে পরিচিত। উড়িষ্যার কাকরা পিঠা তার মধ্যে একটি। নারকেল দিয়ে স্টাফ করা সুজির এই পিঠা খুব কম উপাদান দিয়ে সহজেই তৈরি করা যায়।

সুজির কাকরা পিঠা (Sujir Kakra Pitha recipe in Bengali)

#ebook2
বিভাগ 3- রথযাত্রা/জন্মাষ্টমী

রথযাত্রা উৎসবে, ভগবান জগন্নাথ, তাঁর ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে জগন্নাথ মন্দির থেকে রথে গন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁরা 9 দিন অবস্থান করেন। প্রতিদিনের পূজা অনুষ্ঠানের সময় দেবদেবীদের 56 টি খাবার পরিবেশন করা হয় যা "ছাপ্পান ভোগ" নামে পরিচিত। উড়িষ্যার কাকরা পিঠা তার মধ্যে একটি। নারকেল দিয়ে স্টাফ করা সুজির এই পিঠা খুব কম উপাদান দিয়ে সহজেই তৈরি করা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
7 টি পিঠা
  1. 1/2 কাপসুজি
  2. 1 কাপজল
  3. 1/2 চা চামচচিনি
  4. 1/4 চা চামচনুন
  5. 1 চা চামচঘি
  6. প্রয়োজন মততেল ভাজার জন্য
  7. পুরের জন্য
  8. 1/2 কাপকোরানো নারকেল
  9. 1/4 কাপবা স্বাদ অনুযায়ী চিনি
  10. 1 চা চামচএলাচ গুঁড়ো
  11. 2টেবিল চামচ কাজুবাদাম ছোট টুকরো করা
  12. 15 টিকিসমিস

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    একটি পাত্রে নারকেল ও চিনি কম আঁচে রান্না করুন। নাড়তে থাকুন। চিনি গলে নারকেলের সাথে মিশে গেলে এলাচ গুঁড়ো দিন। একটু শুকনো হলে নামিয়ে কাজুবাদাম ও কিসমিস মিশিয়ে দিন।

  2. 2

    একটি সসপ্যানে জলে নুন ও চিনি দিয়ে গরম করতে দিন। জল গরম হলে সুজি দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। 2-3 মিনিটে ডো রেডী হয়ে যাবে। নিমিয়ে ঘি মিশিয়ে ঠাণ্ডা হতে দিন।

  3. 3

    সুজির ডো হাত দিয়ে মেখে সাতটি ভাগে ভাগ করে নিন। একটি ভাগ নিয়ে হাত দিয়ে চেপে চেপে কাপের আকার দিয়ে পুর দিয়ে বল বানিয়ে নিন। এবার হালকা করে চেপে একটু চেপ্টা করে দিন। সব গুলি এই ভাবে তৈরি করুন।

  4. 4

    কড়াইয়ে তেল গরম করে পিঠা গুলি ভেজে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Luna Bose
Luna Bose @khanawithluna

Similar Recipes