তাল  ক্ষীর (taal kheer recipe in Bengali)

Debalina Mukherjee
Debalina Mukherjee @cook_18210623

#ebook2

জন্মাষ্টমীতে একটি পরিচিত রান্না হল তাল ক্ষীর এটি খেতে খুবই সুস্বাদু এবং মধুময়।

তাল  ক্ষীর (taal kheer recipe in Bengali)

#ebook2

জন্মাষ্টমীতে একটি পরিচিত রান্না হল তাল ক্ষীর এটি খেতে খুবই সুস্বাদু এবং মধুময়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
6 জনের জন্য
  1. 1 টা মাঝারি তাল
  2. 1/2 নারকেল কোরা
  3. 500 এম এল দুধ
  4. 1/2 কাপকনডেন্সড মিল্ক
  5. 1 কাপচিনি
  6. প্রয়োজন অনুযায়ীসাজানোর জন্য চেরি, কাজুবাদাম ও কিসমিস

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    তাল ভালো করে ধুয়ে নিয়ে, খোলা ছাড়িয়ে একটা ঝাঁঝরির সাহায্যে চেঁচে নিলাম।তারপর তালেরএই পাল্প টিকে, আগুনের তাপে রেখে,আঁচকমিয়ে ক্রমাগত নাড়তে নাড়তে ফোটাতে লাগলাম।

  2. 2

    অন্যদিকে আরেকটা কড়াইতে দুধ জ্বাল দিয়ে নিলাম এবং নারকেল টা অন্য আরেকটা পাত্রে কুড়িয়ে নিলাম।

  3. 3

    এইদিকে তালটা জ্বাল দিতে দিতে একটু শুকিয়ে গেলে এরমধ্যে ফোটানো দুধ টা দিয়ে দিলাম এবং তার সাথে নারিকেল তাও এর মধ্যে দিয়ে দিলাম।

  4. 4

    এবার নারকেল, তাল দুধ জ্বাল দিতে দিতে একটু শুকিয়ে এলে এর মধ্যে পরিমাণমতো চিনি যোগ করলাম। চিনিটা গলে গেলে,এবার এর মধ্যে কনডেন্স মিল্ক টা দিয়ে দিলাম।

  5. 5

    আরো কিছুক্ষণ জ্বাল দেওয়ার পর,মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নিলাম।

  6. 6

    এবার সুন্দর করে প্লেটে সাজিয়ে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debalina Mukherjee
Debalina Mukherjee @cook_18210623

Similar Recipes