তালের ক্ষীর (taler kheer recipe in Bengali)

Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

#td
ইতিকণা দির থেকে শেখা এই তালের ক্ষীর। এক্ষেত্রে খেতে বেশ সুস্বাদু হয়।

তালের ক্ষীর (taler kheer recipe in Bengali)

#td
ইতিকণা দির থেকে শেখা এই তালের ক্ষীর। এক্ষেত্রে খেতে বেশ সুস্বাদু হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
৪ জন
  1. ১কাপ তালের পাল্প
  2. ১/২কাপ চিনি
  3. ২ চা চামচ নারকেল কোরা
  4. ১০টি কাজুবাদাম
  5. ২কাপ দুধ
  6. ১ চা চামচ কিসমিস

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    প্রথমে দুধ নারকেল কোরা আর তালের পাল্প টা ভাল করে মিশিয়ে দিতে হবে।

  2. 2

    এবার ওটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে ক্রমাগত নাড়তে হবে।

  3. 3

    তারপর ঘন হয়ে এলে চিনি মেশাতে হবে।

  4. 4

    এত কাজু কিসমিস মিশিয়ে নামিয়ে নিতে হবে।

  5. 5

    কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

Similar Recipes