মাছের তেলের চচ্চড়ি (mach er teler chochchori recipe in Bengali)

Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

#দৈনন্দিন রেসিপি
আলু,পেঁয়াজ,টম্যাটো সহযোগে বানানো মাছের তেলের চচ্চড়ি একাই থালার সমস্ত ভাত শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে।

মাছের তেলের চচ্চড়ি (mach er teler chochchori recipe in Bengali)

#দৈনন্দিন রেসিপি
আলু,পেঁয়াজ,টম্যাটো সহযোগে বানানো মাছের তেলের চচ্চড়ি একাই থালার সমস্ত ভাত শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩ জন
  1. ২০০ গ্রাম মাছের তেল
  2. ২ টি মাঝারি সাইজের আলু
  3. ১ টি মাঝারি সাইজের টম্যাটো
  4. ১ টি বড়ো সাইজের পেঁয়াজ
  5. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  6. ১.৫ চা চামচ লঙ্কা গুঁড়ো
  7. ১চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১ চা চামচ জিরে গুঁড়ো
  9. ১ চা চামচ ধনে গুঁড়ো
  10. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  11. স্বাদ অনুযায়ীলবণ
  12. ১/৪ চা চামচ চিনি
  13. ৩ টেবিল চামচ তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    মাছের তেল পরিষ্কার করে ধুয়ে ১টেবিল চামচ তেল আর সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে তুলে নিন।

  2. 2

    এবার কড়াইতে বাকি তেল দিয়ে কিউব করে কাটা আলুর টুকরো গুলো দিয়ে হাল্কা ভেজে তুলে নিন।

  3. 3

    কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে লালচে করে ভেজে নিন। এরপর একে একে আদা রসুন বাটা,টম্যাটো,লঙ্কা গুঁড়ো,হলুদ গুঁড়ো,জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো,গরম মশলা গুঁড়ো,লবণ দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিন।

  4. 4

    এরপর ভেজে রাখা আলু গুলো দিয়ে আরো কিছুক্ষন কষাতে থাকুন।

  5. 5

    ভেজে রাখা মাছের তেল দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মত জল ঢেলে দিন।

  6. 6

    অল্প আঁচে ঢাকা দিয়ে রান্না করুন।আলু সিদ্ধ হয়ে আসলে চিনি দিয়ে কয়েকটা আলু একটু ঘেঁটে দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিন আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।এই তরকারি থাকলে ভাতের সঙ্গে আর কোনোকিছুই লাগে না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

Similar Recipes