আলুর পরোটা (Alur porota recipe in bengali)

শ্রেয়া দত্ত
শ্রেয়া দত্ত @cook_25151492

#GA4
#Week1
Golden apron 4- এর প্রথম সপ্তাহে ধাঁধার মাধ্যমে পরোটা শব্দটি বেছে নিয়ে আমি তৈরি করব আলুর পরোটা।

আলুর পরোটা (Alur porota recipe in bengali)

#GA4
#Week1
Golden apron 4- এর প্রথম সপ্তাহে ধাঁধার মাধ্যমে পরোটা শব্দটি বেছে নিয়ে আমি তৈরি করব আলুর পরোটা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 2 কাপময়দা
  2. 4 টেবড় আলু সেেদ্ধ করা
  3. 1 টাবড় পেঁয়াজ কুচি
  4. 2-3 টেলঙ্কা কুচি
  5. প্রয়োজন অনুযায়ীধনেপাতা কুচি
  6. 1 চা চামচলঙ্কা গুড়ো
  7. 1 চা চামচধনেগুড়ো
  8. 1 চা চামচগরমমশলা
  9. স্বাদ অনুযায়ীনুন
  10. পরিমাণ মতো তেল
  11. পরিমাণ মতো জল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে বাটিতে ময়দা নিয়ে অল্প তেল দিয়ে শুকনো হাতে মেখে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে মেখে নেবো। এরপর সেদ্ধ আলুর সাথে মশলা দিয়ে মেখে নেবো

  2. 2

    সব মশলা আর নুন দিয়ে ভালো করে মেখে গোল গোল বল তৈরি করে নেবো

  3. 3

    মেখে রাখা ময়দা থেকে বল তৈরি করে,লেচি একটু বেলে নিয়ে পুর ভরে নেবো এভাবে সবকটাই বানিয়ে নেবো

  4. 4

    এরপর গোল করে পরোটার মতো বেলে কড়ায় তেল ব্রাশ করে পরোটা দিয়ে এপিট-ওপিট তেল ব্রাশ করে খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে নিলেই তৈরি আলুর পরোটা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
শ্রেয়া দত্ত

মন্তব্যগুলি

Similar Recipes