পাঁচমিশালি সবজির চচ্চড়ি (panchmishali sobjir chochchori recipe in Bengali)

Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

কিছু সবজির ফেলে দেওয়া অংশ যেমন লাউ এর খোসা,ফুলকপির ডাটার সঙ্গে শিম,বীন,বেগুন,আলু দিয়ে রাঁধা অসাধারণ স্বাদের এই নিরামিষ চচ্চড়ি একাই
সবটুকু ভাত শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে।

পাঁচমিশালি সবজির চচ্চড়ি (panchmishali sobjir chochchori recipe in Bengali)

কিছু সবজির ফেলে দেওয়া অংশ যেমন লাউ এর খোসা,ফুলকপির ডাটার সঙ্গে শিম,বীন,বেগুন,আলু দিয়ে রাঁধা অসাধারণ স্বাদের এই নিরামিষ চচ্চড়ি একাই
সবটুকু ভাত শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ১ কাপ শিম
  2. ১ কাপ বিন্স
  3. ১ কাপ ফুলকপির ডাঁটা
  4. ১ টি বড়ো আলু
  5. ১/২ কাপ লাউ এর খোসা
  6. ১ কাপ বেগুন
  7. ১ কাপ পেঁপে
  8. ১ টেবিল চামচ আদা বাটা
  9. ২ টেবিল চামচ সর্ষে বাটা
  10. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  11. ৩-৪ টি কাঁচা লঙ্কা
  12. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  13. ১/২ চা চামচ পাঁচ ফোড়ন
  14. ১ টেবিল চামচ ভাজা মশলা
  15. স্বাদ অনুযায়ীলবণ
  16. ১/২ চা চামচ চিনি
  17. ৪ টেবিল চামচ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে কড়াইতে ৩ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন দিন।তারপর সবজি গুলো দিয়ে ভাজা ভাজা করে নিন।

  2. 2

    সবজি ভাজা ভাজা হয়ে আসলে কড়াইয়ের মাঝখানে একটু ফাঁকা করে আদা বাটা,লঙ্কা গুঁড়ো,হলুদ গুঁড়ো,ভাজা মশলা গুঁড়ো, লবণ দিয়ে অল্প জল দিয়ে কষিয়ে নিয়ে সবজির সঙ্গে মশলা ভালো করে মিশিয়ে দিন।

  3. 3

    এরপর পরিমাণ মত জল ঢেলে সবজি সিদ্ধ হতে দিন।সবজি সিদ্ধ হয়ে গেলে চিনি সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা গুলো একটু চিরে দিয়ে ভালো করে মিশিয়ে দিন।

  4. 4

    একটু শুকনো শুকনো হয়ে আসলে নামিয়ে নিয়ে ওপর থেকে ১ টেবিল চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিন।তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

Similar Recipes