আস্ত রসুন দিয়ে মুরগির মাংসের ঝোল (rosun diye murgir mangsher jhol recipe in bengali)

Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

#দৈনন্দিন রেসিপি

আস্ত রসুন দিয়ে মুরগির মাংসের ঝোল (rosun diye murgir mangsher jhol recipe in bengali)

#দৈনন্দিন রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1কেজি মুরগির মাংস
  2. 4 টেপেঁয়াজ কুচি করা
  3. 2 টোটমেটো কুচানো
  4. 2টেবিল চামচ আদা রসুন বাটা
  5. 1 চা চামচজিরে গুঁড়ো
  6. 1 চা চামচহলুদ গুঁড়ো
  7. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  8. 1 চা চামচধনেগুঁড়ো
  9. 2টেবিল চামচ টকদই
  10. 1/2 চা চামচকাশ্মীরী লঙ্কা গুরো
  11. স্বাদ মতো লবণ
  12. 2 টো আস্ত রসুন
  13. পরিমাণ মতগোটা গরম মশলা (2টো ছোট এলাচ,2টো লবঙ্গ,1ইন্চি দারচিনি,6-8টা গোল মরিচ)
  14. প্রয়োজন মতোতেল
  15. 4 টেমাঝারি সাইজের আলু দুই টুকরো করে কাটা
  16. 1/3 চা চামচশাহী গরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথম এমাংসের মধ্যে আদা রসুন বাটা,জিরে গুঁড়ো,ধনেগুঁড়ো,লঙ্কা গুঁড়ো,হলুদ,আর টকদই দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 30 মিনিট ।আলু গুলো ভেজে তুলে রাখতে হবে ।

  2. 2

    কড়াইয়ে সর্ষে তেল গরম করে তাতে গোটা গরম মশলা ফোরণ দিতে হবে ।সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিতে হবে ।পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে ম্যারিনেট করা মাংস টা দিয়ে দিতে হবে ।

  3. 3

    নেরে চেরে নিয়ে টমেটো কুচি কাশ্মীরী লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষাতে হবে ।

  4. 4

    কিছু ক্ষন কষে নেওয়ার পর দুটো রসুন ওপরের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিতে হবে ।দিয়ে ভালো করে কষতে হবে ।

  5. 5

    মাংস ভালো মতো কষানো হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা আলু গুলো দিয়ে একটু নেরে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে ।

  6. 6

    মাংস সেদ্ধ হয়ে গেলে ও ঝোল টা একটু ঘন হয়ে এলে শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে ।

  7. 7

    ব্যাস রেডি আস্ত রসুন দিয়ে মুরগির মাংসের ঝোল ।গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

Similar Recipes