কাশ্মামীরি আলুর দম(Kasmiri alor dam racipe in bengali)

Keka Dey
Keka Dey @cook_24217819

#জন্মাষ্টমী
#ebook2

কাশ্মামীরি আলুর দম(Kasmiri alor dam racipe in bengali)

#জন্মাষ্টমী
#ebook2

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৪জন
  1. ৫০০গ্রাম ছোট আলু
  2. ৬টেবিল চামচ টক দই
  3. ২ চা চামচ কাশ্মিরী লঙ্কা গুঁড়ো
  4. ১২টি কাজু বাদাম
  5. ১ টাবড় এলাচ
  6. ২ টো ছোট এলাচ
  7. ১টি দারচিনি
  8. ১/২ জয়িত্রী
  9. ২ টো লবঙ্গ
  10. ১/২ চা চামচ আদা বাটা
  11. পরিমাণ মত সর্ষে তেল
  12. ১.৫ চা চামচ চাট মশলা
  13. ১/২ চা চামচ হলুদ গুঁড়া
  14. ১ চিমটি হিং
  15. ১চা চামচ গোটা জিরে
  16. ২টো তেজপাতা
  17. ১ চা চামচধনে গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে মুছে নিয়ে কাঁটা চামচ দিয়ে সব আলুর গায়ে ফুটো করতে হবে।

  2. 2

    কড়াইয়ে তেল দিয়ে ছাঁকা তেলে আলু ভাজতে হবে লো মিডিয়াম ফ্রেমে দুই ষ্টেপে ভাজতে হবে।

  3. 3

    প্রথমবার আলুভেজে তুলে রেখে তেল ওআলু ঠান্ডা হলে আরও একবার আলু তেলে ভেজে নিতে হবে।

  4. 4

    একটা পাএে তেল ঢেলে কড়াইয়ে চারচামচ তেল রেখে হিং তেজপাতা গোটা জিরে জয়িএি বড় এলাচ ছোটএলাচ লবঙ্ক দারচিনি ফোরন দিয়ে নেড়ে টকদই চাটমশলা কাশ্মিরিলঙ্কা একসঙ্গে গুলে ঢেলে দিয়ে নাড়তে হবে।

  5. 5

    এবার কাজুবাটা হলুদধনে নুন দিয়ে ভালো করে কসিয়ে জল দিয়ে আলু দিয়ে সেদ্ধ হয়ে গেলেই তৈরী হয়ে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Keka Dey
Keka Dey @cook_24217819

Similar Recipes