আলু দিয়ে মাংসের ঝোল (aloo diye mangsher jhol recipe in Bengali)

Chandana Puja Banerjee
Chandana Puja Banerjee @cook_15728102

আলু দিয়ে মাংসের ঝোল (aloo diye mangsher jhol recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 500 গ্রাম খাসির মাংস
  2. 3 টে বড়আলু
  3. 2 টো বড়পেঁয়াজ
  4. 1 টা বড়টমেটো
  5. 1 ইঞ্চি মাপেরআদা
  6. 8-10 কোয়ারসুন
  7. স্বাদমতোনুন
  8. 1চা চামচহলুদ গুঁড়ো
  9. 1 চা চামচলাল লংকার গুঁড়ো
  10. 2টেবিল চামচ মাটন মশলা (রেডিমেড মশলা)
  11. 1 চা চামচচিনি
  12. 3 - 4 টাকাঁচা মরিচ
  13. প্রয়োজন মতসর্ষের তেল
  14. 2টোছোট এলাচ
  15. 1 ইঞ্চি মতদারচিনি
  16. 2 টো লবঙ্গ
  17. 2 টোতেজপাতা
  18. প্রয়োজন মতরান্নার জন্য জল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মাটন ভাল করে ধুয়ে নিয়ে ওতে হলুদ, লাল লংকা র গুঁড়া, মাটন মশলা ও 2 চামচ তেল মিশিয়ে 1 থেকে 2 ঘণ্টা র জন্য রেখে দিতে হবে ।

  2. 2

    আলু র খোসা ছাড়িয়ে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিতে ।

  3. 3

    একটা পেঁয়াজ কে পাতলা - লম্বা করে কেটে নিতে হবে ।

  4. 4

    অন্য এক টা পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা মরিচ কে ত্রক সাথে বেটে নিতে হবে ।

  5. 5

    এবার তেল গরম করে তাতে চিনি দিয়ে একটু লাল করতে হবে ।

  6. 6

    তারপর ঐ তেলে তেজপাতা দিয়ে সরু করে কাটা পেঁয়াজ দিয়ে একটু বাদামি করে ভেজে নিতে হবে ।

  7. 7

    এবার ওতে বাটা মসলা দিয়ে একটু কষিয়ে নিতে হবে । তারপর হলুদ ও লাল লংকা র গুঁড়া মিশিয়ে ভাল করে কষিয়ে নিতে হবে ।

  8. 8

    মশলা থেকে তেল ছেড়ে আসলে মাটন টা দিতে হবে ।

  9. 9

    আবার ও ভাল করে কষিয়ে নিতে হবে । পরিমাণ মতো নুন দিতে হবে ।

  10. 10

    15- 20 মিনিট সময় ধরে কষিয়ে নিয়ে ওতে জল দিতে হবে ।

  11. 11

    এবার মাংস টা একটা প্রেশার কুকারে ঢেলে দিয়ে ঢাকা লাগিয়ে 7-8 সিটি দিতে হবে ।

  12. 12

    গোটা গরম মসলা একটু জল দিয়ে বেটে নিতে হবে ।

  13. 13

    মাটন সুসিদ্ধ হয়ে গেলে বাটা গরম মসলা মিশিয়ে দিতে হবে ।

  14. 14

    তৈরী হয়ে গেলো আলু দিয়ে মাংসের ঝোল ।

  15. 15

    ঝোল আপনাদের যেমন দরকার কম বা বেশী রাখতে পারেন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chandana Puja Banerjee
Chandana Puja Banerjee @cook_15728102

মন্তব্যগুলি

Similar Recipes