চিলি চিকেন (chilli chicken recipe in Bengali)

Sriparna Dey
Sriparna Dey @cook_18344519

#দৈনিন্দিন রেসিপি

চিলি চিকেন (chilli chicken recipe in Bengali)

#দৈনিন্দিন রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
6 জন
  1. 1 কেজিবোনলেস চিকেন
  2. 2 টোক্যাপ্সিকাম
  3. 300 গ্রাম পেঁয়াজ
  4. 10 টাকাঁচা লঙ্কা
  5. 4 কোয়ারসুন
  6. 2 কাপটমেটো সস
  7. 1 কাপচিলি সস
  8. 4 চা চামচসয়া সস
  9. স্বাদমতোনুন
  10. 1 কাপএরারুট
  11. 3 টিডিম
  12. 1 টা পাতিলেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    চিকেন ভালো করে ধুয়ে তাতে নুন লেবুর রস এরারুট তিনখানা ডিম এক চামচ সয়া সস দিয়ে ম্যারিনেট করে 10 মিনিট রাখতে হবে

  2. 2

    কড়াইয়ে তেল গরম করে চিকেনের পকরা ভেজে নিতে হবে।

  3. 3

    ক্যাপ্সিকাম পিঁয়াজ কাঁচালঙ্কা কেটে নিতে হবে। চার কোয়া রসুন থেঁতো করে নিতে হবে।

  4. 4

    করায় 1 কাপ তেল দিয়ে তাতে পিয়াজ রসুন ক্যাপ্সিকাম কাঁচা লঙ্কা ভাজতে হবে। সাধমত নুন দিতে হবে।

  5. 5

    টমেটো সস চিলি সস সয়া সস দিয়ে নাড়াচাড়া করে ভেজে রাখা পকো্রা দিয়ে 10 মিনিট রান্না করতে হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sriparna Dey
Sriparna Dey @cook_18344519

Similar Recipes