প্রেসার কুকারে দই চিকেন (Doi Chicken in Pressure Cooker recipe in bengali)

Debanjana Ghosh
Debanjana Ghosh @deba_14
Salkia, Howrah

#GA4 #Week1
খুব সহজে বানানো এই মাংস গরম ভাতে জাস্ট জমে যায়।

প্রেসার কুকারে দই চিকেন (Doi Chicken in Pressure Cooker recipe in bengali)

#GA4 #Week1
খুব সহজে বানানো এই মাংস গরম ভাতে জাস্ট জমে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. ২০০ গ্রাম টক দই
  2. ৬০০ গ্রাম চিকেন
  3. ৪-৫ টাধনে পাতা কুঁচি
  4. ১ টা টমেটো
  5. ২ টুকরো আদা বাটা
  6. ১ টা পিঁয়াজ
  7. ২ চা চামচ রসুন কুঁচি
  8. ৩-৪ টাকাঁচা লঙ্কা
  9. ২ টো তেজপাতা
  10. ৩ টে গোল মরিচ
  11. ২ টি লবঙ্গ
  12. ১ চা চামচ গোটা জিরে
  13. ২ টি শুকনো লঙ্কা
  14. ২ টিছোট এলাচ
  15. ১ চা চামচ ধনে গুঁড়া
  16. ১ চা চামচ জিরে গুঁড়া
  17. ১ চা চামচ হলুদ গুঁড়া
  18. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  19. ১ চা চামচ চিকেন মশলা
  20. ১ চা চামচ চিনি
  21. ১ চা চামচঘি
  22. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  23. স্বাদ মত নুন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে কুকারে এক চামচ তেলে গোটা গরম মশলা দিয়ে পিঁয়াজ রসুন কুঁচি দিয়ে নেড়ে চেড়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। অন্য দিকে টক দইয়ের সাথে নুন, চিনি ও সব গুঁড়ো মশলা মিশিয়ে নিয়েছি।

  2. 2

    এবার পিঁয়াজ টা কাঁচ কাঁচ হলে আদা টমেটো মিশিয়ে চিকেন টা দিয়ে ভেজে নিয়েছি।

  3. 3

    এবার মশলার পেস্ট মিশিয়ে ভালো ভাবে নাড়িয়ে নিয়ে ধনে পাতা কুঁচি মিশিয়ে এক চামচ ঘি দিয়ে কুকার বন্ধ করে সেদ্ধ হাওয়া পর্যন্ত সিটি দিয়ে নিয়েছি।

  4. 4

    সব হয় গেলে শেষে গরম মশলা গুঁড়ো ও ঘি ছড়িয়ে নিন। এই রান্নাটা করতে আমি একটুও জল ব্যাবহার করিনি কারণ টক দই ও মাংস থেকে আপনা হতেই জল বেরিয়েছে। গরম ভাতে পরিবেশণ করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Debanjana Ghosh
Salkia, Howrah

Similar Recipes