ভাঁপা ইলিশ (bhapa ilish recipe in Bengali)

Sushmita Ghosh
Sushmita Ghosh @cook_24869581

#ebook2 ইলিশ মাছ আমার খুব প্রিয়।আর ইলিশের ভাঁপা হলে তো কোনো কথাই নেই। তাই ইলিশের এই পদটির রেসিপি শেয়ার করলাম।

ভাঁপা ইলিশ (bhapa ilish recipe in Bengali)

#ebook2 ইলিশ মাছ আমার খুব প্রিয়।আর ইলিশের ভাঁপা হলে তো কোনো কথাই নেই। তাই ইলিশের এই পদটির রেসিপি শেয়ার করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৬০ মিনিট
৪ জন
  1. ৮ টুকরো ইলিশ মাছ
  2. ১২ টা কাঁচা লঙ্কা
  3. ২ চা চামচ গোটা সরষে
  4. ২ চা চামচ১ চা চামচ পোস্ত
  5. ১/২ নারকেল
  6. ২ টেবিল চামচ সরষের তেল
  7. স্বাদ অনুযায়ীনুন
  8. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১/২ চা চামচ চিনি
  10. কলাপাতা

রান্নার নির্দেশ সমূহ

৬০ মিনিট
  1. 1

    প্রথমে পাতাগুলোকে কেটে ভালো করে ধুয়ে আগুনে দুপিট সেকে নিন। এরফলে পাতা মুড়তে সুবিধা হবে।

  2. 2

    নারকেল কুড়িয়ে নিন। প্রথমে মিক্সিতে গোটা
    সরষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা পেস্ট করে নিন। এবার ওর মধ্যে কুড়ানো নারকেল দিয়ে বেটে করে নিন।

  3. 3

    এরপর একটি পাত্রে মাছগুলো নিয়ে তার মধ্যে বাটা দিন। স্বাদ অনুসারে নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ চিনি এবং ২ টেবিল চামচ সরষে তেল দিন এবার একসাথে সব মেখে নিন।

  4. 4

    এবার একটি কলা পাতায় মাছ ও মশলা দিয়ে মুড়িয়ে ভালো করে বেঁধে দিন।

  5. 5

    এবার একটি পাত্রে জল গরম করে ফুটে আসলেই মুড়ানো কলাপাতাগুলো দিয়ে দিন।

  6. 6

    ৩৫-৪০ মিনিট পর গ্যাস অফ করে পাত্র থেকে নামিয়ে কলাপাতা খুলে মাছগুলোকে গরম ভাতের সাথে পরিবেশন করুন।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sushmita Ghosh
Sushmita Ghosh @cook_24869581

Similar Recipes