কালোজাম(Kalojaam recipe in bengali)

Moumita Kundu
Moumita Kundu @moumita_13

#ebook2
#রথযাত্রা/জন্মাষ্টমী

শ্রী কৃষ্ণের পছন্দের কিছু মিষ্টির মধ্যে এটি অন্যতম। আমি জন্মাষ্টমীর দিন এটি করে থাকি।

কালোজাম(Kalojaam recipe in bengali)

#ebook2
#রথযাত্রা/জন্মাষ্টমী

শ্রী কৃষ্ণের পছন্দের কিছু মিষ্টির মধ্যে এটি অন্যতম। আমি জন্মাষ্টমীর দিন এটি করে থাকি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা ৩০মিনিট
৫/৬ জন
  1. ১ কাপ গুঁড়ো দুধ
  2. ২ টেবিল চামময়দা
  3. ১ টেবিল চামচ সুজি
  4. ২ চিমটি বেকিং সোডা
  5. ১/২ টেবিল চামচ ঘি
  6. ১/২ কাপ দুধ
  7. ১ চিমটি লাল রং
  8. ১ কাপ চিনি রসের জন্য
  9. ২ কাপ জল রস করার জন্য
  10. ২ কাপ সাদা তেল ভাজার জন্য
  11. ২ টো ছোট এলাচ রসে দেওয়ার জন্য

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা ৩০মিনিট
  1. 1

    প্রথমে একটা বাটিতে গুঁড়ো দুধ,ময়দা,সুজি,ঘি, বেকিং সোডা এই সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়েছি ভালো করে।

  2. 2

    এবার ওতে অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নিয়ে ঐ মন্ড টার মধ্যে লাল রং মিশিয়ে আরো ভালো করে মন্ড টা মেখে নিয়েছি।

  3. 3

    এবার ওই মন্ড টা থেকে গোল আকৃতি মিষ্টি বানিয়ে নিয়েছি।

  4. 4

    এবার ওই মিষ্টি গুলো ডুবো তেলে হালকা আঁচে সময়ে নিয়ে ভেজে নিয়েছি।

  5. 5

    এবার চিনি আর জল দিয়ে রস টা তৈরি করে নিয়েছি। তাতে ২ টো ছোট এলাচ দিয়েছি, ওই রসের মধ্যে মিষ্টি গুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি।

  6. 6

    এবার মিষ্টি গুলো ১ ঘন্টা ভিজতে দিয়েছি, ১ ঘন্টা পর রস থেকে তুলে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Moumita Kundu
Moumita Kundu @moumita_13

Similar Recipes