চিকেন নুডুলস (Chicken Noodles recipe in Bengali)

karabi Bera
karabi Bera @cook_15951306
Hooghly

#GA4
#week2
ভীষণ জনপ্রিয় স্ট্রীট ফুড রেসিপি হল এই চিকেন নুডুলস। ছোট-বড় সবার প্রিয় এই রেসিপি।

চিকেন নুডুলস (Chicken Noodles recipe in Bengali)

#GA4
#week2
ভীষণ জনপ্রিয় স্ট্রীট ফুড রেসিপি হল এই চিকেন নুডুলস। ছোট-বড় সবার প্রিয় এই রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জনের জন্য
  1. 200 গ্রামবোনলেস চিকেন কিমা
  2. 1 প্যাকেটনুডুলস
  3. 1টেবিল চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
  4. 1টেবিল চামচ আদা বাটা
  5. 1টেবিল চামচ রসুন বাটা
  6. 1/2টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
  7. 1টেবিল চামচ ভাজা মসলা (গোটা জিরে,ধনে, শুকনো লঙ্কা,এলাচ, লবঙ্গ,দারুচিনি শুকনো খোলায় রোস্ট করে গুরিয়ে নিয়েছি)
  8. স্বাদমতো নুন ও চিনি
  9. 2টেবিল চামচ টক দই
  10. 4টি পেঁয়াজ কুচি
  11. 1 টাটমেটো কুচি
  12. 1 টাক্যাপ্সিকাম কুচি
  13. 1 টাগাজরকুচি
  14. 1/2 পাতিলেবুর রস
  15. কিছুধনেপাতা কুচি
  16. 4টি কাঁচা লঙ্কা কুচি
  17. 2টেবিল চামচ সয়া সস
  18. 2টেবিল চামচ টমেটো সস
  19. 1টেবিল চামচ চিলি সস

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে একটা পাত্রে চিকেন টা নিয়ে এর মধ্যে একে একে টকদই, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, আদা বাটা, রসুন বাটা,গোলমরিচ গুঁড়া এবং প্রয়োজনমতো নুন দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিলাম।

  2. 2

    একটা পাত্রে জল ফুটতে দিয়ে এরমধ্যে 1 টেবিল-চামচ রিফাইন তেল ও 1 টেবিল চামচ নুন এবং নুডুলস দিয়ে 80% সিদ্ধ করে ভালোভাবে জল ঝরিয়ে ছেঁকে নিলাম। আবার এক টেবিল-চামচ রিফাইন তেল সিদ্ধ নুডুলসে ভালোভাবে মাখিয়ে নিলাম।

  3. 3

    কড়াইয়ে 2 টেবিল চামচ রিফাইন তেল গরম করে ম্যারিনেট করা চিকেন টা দিয়ে ভালোভাবে ফ্রাই করে তুলে নিলাম।

  4. 4

    আবার কড়াইয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে এরমধ্যে একে একে পেঁয়াজ কুচি, গাজরকুচি,ক্যাপ্সিকাম কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। সবজি ভাজা হলো পর ভেজে রাখা চিকেন এবং সিদ্ধ করা নুডুলস দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম।

  5. 5

    প্রয়োজনমতো নুন,সয়া সস,টমেটো সস,চিলি সস,ভাজা মশলা এবং চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। ধনেপাতা কুচি এবং পাতিলেবুর রস ছড়িয়ে নামিয়ে নিলাম।একদম তৈরি হয়ে গেল আমার স্ট্রীট ফুড রেসিপি "চিকেন নুডুলস"। সালাড ছড়িয়ে গরম গরম নুডলস পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
karabi Bera
karabi Bera @cook_15951306
Hooghly

Similar Recipes