গার্লিক বাটার চিকেন নুডুলস(garlic butter chicken noodles recipe in Bengali)

মধুমিতা সরকার মিশ্র
মধুমিতা সরকার মিশ্র @cook_16359417

#GA4
#week2
গোল্ডেন অ্যাপ্রন 4 এর এই সপ্তাহের ধাঁধা থেকে আমি নুডুলস শব্দটি বেছে নিয়ে গার্লিক বাটার চিকেন নুডুলস বানিয়েছি।

গার্লিক বাটার চিকেন নুডুলস(garlic butter chicken noodles recipe in Bengali)

#GA4
#week2
গোল্ডেন অ্যাপ্রন 4 এর এই সপ্তাহের ধাঁধা থেকে আমি নুডুলস শব্দটি বেছে নিয়ে গার্লিক বাটার চিকেন নুডুলস বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

50 মিনিট
2 জন
  1. 1 প্যাকেটনুডুলস
  2. 2+1 টেবিল চামচ মেল্টেড বাটার
  3. 3টেবিল চামচ সাদা তেল
  4. 2+2+2 টেবিল চামচ তিন রকমের ক্যাপ্সিকাম কুচি (লাল, হলুদ, সবুজ)
  5. 1টেবিল চামচ রসুন কুচি
  6. 2টেবিল চামচ পেঁয়াজ কুচি
  7. 100 গ্রামবোনলেস চিকেন কিউব
  8. 2 চা চামচসয়া সস
  9. স্বাদ মতনুন
  10. 1 চা চামচড্রায়েড ব্যাসিল পাতা
  11. 1টেবিল চামচ লঙ্কা কুচি
  12. 1+1 চা চামচ চিলি ফ্লেক্স ও মিক্সড হার্বস।
  13. 1+1 চা চামচ গোলমরিচ গুঁড়ো
  14. 1 চা চামচগার্লিক পাউডার
  15. 1+1 চা চামচ সাদা ভিনেগার
  16. 1/2 চা চামচরোস্টেড তিল

রান্নার নির্দেশ সমূহ

50 মিনিট
  1. 1

    একটি পাত্রে চিকেন কিউব গুলিকে ধুয়ে ওতে ভিনিগার ও সয়া সস মিশিয়ে ম্যারিনেট করে রাখতে হবে 30 মিনিট।

  2. 2

    এরপর কড়াইয়ে তেল গরম করে তাতে সামান্য পরিমাণ নুন ও সাদা তেল কয়েক ফোঁটা মিশিয়ে নুডুলস ভালো করে সেদ্ধ করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন গলে না যায়।

  3. 3

    এরপর একটি ঝুড়িতে নুডুলস এর জল ঝরিয়ে রেখে দিতে হবে।

  4. 4

    কড়াইয়ে 2টেবিল চামচ বাটার গরম করে রসুন কুচি গুলো হাল্কা ব্রাউন কালার করে ভেজে তুলে নিতে হবে।

  5. 5

    এরপর ওই বাটার এ 3 টেবিল চামচ সাদা তেল গরম করে একে একে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি,তিন রকমের ক্যাপ্সিকাম কুচি মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যখন একটু ভাজাভাজা হয়ে আসবে তখন তাতে ম্যারিনেট করা চিকেন মিশিয়ে ভালো করে কষাতে হবে। স্বাদ অনুযায়ী নুন গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিতে হবে।

  6. 6

    চিকেন যখন সেদ্ধ হয়ে আসবে তখন ওপর থেকে সেদ্ধ নুডুলস মিশিয়ে নিতে হবে এখানে সামান্য নুন মিশিয়ে নিতে হবে মনে রাখতে হবে আগে নুন দেওয়া আছে।

  7. 7

    এরপর খুব আস্তে আস্তে সমস্ত উপকরণ এর সাথে নুডুলস ভাল করে মিশিয়ে নিতে হবে এবং অন্য একটি ফ্রাই প্যানে 1 টেবিল চামচ বাটার গরম করে ওতে 1 চা চামচ গার্লিক পাউডার মিশিয়ে নিয়ে ওপর থেকে নুডুলসের মিশিয়ে দিতে হবে এতে গার্লিক ফ্লেভার খুব ভালো হয়।

  8. 8

    সবশেষে ওপর থেকে বেসিল পাতা কুচি, চিলি ফ্লেক্স মিক্স হার্বস, রোস্টেড তিল এবং আগে থেকে ভেজে রাখা রসুন কুচি ছড়িয়ে পরিবেশন করুন একদম অন্যরকম স্বাদের গার্লিক বাটার চিকেন নুডুলস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
মধুমিতা সরকার মিশ্র

Similar Recipes