দহী মাটন কষা (dahi mutton kosha recipe in Bengali)

Papia Ghosh Pratihar
Papia Ghosh Pratihar @cook_16627159

দহী মাটন কষা (dahi mutton kosha recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জন
  1. ৫০০ গ্রাম মাটন
  2. ১চা চামচ আদা রসুন বাটা
  3. ৪ টেবিল চামচটক দই
  4. ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  5. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  6. ২ টা টমেটো বাটা
  7. ১/২ চা চামচগরম মশলা গুঁড়া
  8. ২ টা গোটা শুকনো লঙ্কা
  9. ১/২ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
  10. ৩ টা পেঁয়াজ কুচি
  11. ২টো চেরা কাঁচা লঙ্কা
  12. স্বাদমতোনুন
  13. ৫ টেবিল চামচসরষের তেল
  14. ২ টা আলু
  15. ২ টুকরোপেঁপে
  16. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  17. ২টো তেজপাতা
  18. পরিমাণমতো জল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে মাংসটা তে পরিমাণমতো নুন হলুদ, টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ৩০ মিনিট। এরপর মাংস প্রেসার কুকারে দিয়ে চারটে স্টিম দিতে হবে।

  2. 2

    এবার কড়াইতে তেল দিয়ে এরমধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ গুলো লাল করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিছু পেঁয়াজ তুলে বেরেস্তা হিসেবে রেখে দিতে হবে।

  3. 3

    এবার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এরমধ্যে আদা-রসুন বাটা দিয়ে একটু নেড়ে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, দিয়ে ভালো করে কষানো হলে টমেটো বাটা দিয়ে কষতে হবে।

  4. 4

    এবার মসলা কষানো হয়ে গেলে এর মধ্যে আলু আর পেঁপে দিয়ে ভাল করে নাড়তে হবে। এরপর এরমধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিছুটা ভেজে রাখা পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা দিতে হবে।

  5. 5

    এবার মাংসটা কষা হলে সেদ্ধ হবার জন্য পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটে উঠলে প্রেসার কুকার এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার প্রেসার কুকার এর মধ্যে উপর থেকে গরম মশলা গুঁড়ো আর ভাজা পেঁয়াজ দিয়ে ঢাকনা বন্ধ করে দুটো সিটি দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিতে হবে।এবার ইচ্ছে মত সাজিয়ে পরিবেশন করতে হবে। দহি মটন কষা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Papia Ghosh Pratihar
Papia Ghosh Pratihar @cook_16627159

Similar Recipes