মাটন রোগান জোশ (Mutton Rogan Josh recipe in bengali)

Somashree Nandi Karmakar
Somashree Nandi Karmakar @cook_24232673

মাটন রোগান জোশ (Mutton Rogan Josh recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা ৩০ মিনিট
৫-৬ জন
  1. ১ কেজি খাসির মাংস
  2. ৩টে তেজপাতা
  3. স্বাদ অনুযায়ী নুন
  4. ৫ চা চামচ মৌরি
  5. ২ চা চামচ গোটা ধনে
  6. ১০টা ছোট এলাচ
  7. ২টো বড় এলাচ
  8. ৬-৭ টুকরো দারচিনি
  9. ১০টা লবঙ্গ
  10. ১ কাপ সরষের তেল
  11. ২টো শুকনো লঙ্কা
  12. ২ চা চামচ আদাবাটা
  13. ২ চা চামচ রসুন বাটা
  14. ১ কাপ টক দই
  15. স্বাদানুযায়ী কাঁচালঙ্কা বাটা
  16. ৪ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  17. ১/২ চা চামচ গরম মশলা
  18. ২ চা চামচ ঘি গরম করুন
  19. ২টো মাঝারি মাপের পেঁয়াজ
  20. ১০-১৫ কোয়া রসুন

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা ৩০ মিনিট
  1. 1

    মাংসের সঙ্গে তেজপাতা, স্বাদমতো নুন, ২টো মাঝারি মাপের পেঁয়াজ কুঁচি এবং ১০-১৫ কোয়া রসুন দিয়ে অর্ধেক সেদ্ধ করে নামিয়ে মাংস এভং স্টক আলাদা করে রাখুন।

  2. 2

    ৫ চা চামচ মৌরি, ২ চা চামচ ধনে, ১০টা ছোট এলাচ, ২টো বড় এলাচ, ৬-৭ টুকরো দারচিনি, ১০টা লবঙ্গ, শুকনো খোলায় ভেজে মিক্সিতে গ্রাইন্ড করে নিন।

  3. 3

    কড়াইয়ে ১ কাপ সরষের তেল গরম করুন। তাতে ২টো শুকনো লঙ্কা ফোড়ন দিন। তার পর ২ কাপ পেঁয়াজ কুঁচি দিয়ে কিছু ক্ষণ ভাজুন। তাতে সেদ্ধ করা মাটন যোগ করুন। কিছু ক্ষণ কষিয়ে ২ চা চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে কষান। স্বাদ অনুযায়ী নুন যোগ করুন। ১ কাপ টক দই, প্রয়োজন অনুযায়ী কাঁচালঙ্কা বাটা, গ্রাইন্ড করা মশলা, ৪ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা আঁচে ১৫ মিনিট নাড়তে থাকুন।

  4. 4

    এর পর তাতে মাটন স্টক যোগ করে ১০ মিনিট হালকা আঁচে রান্না করুন। ১/২ চা চামচ গরম মশলা যোগ করুন। একটি আলাদা পাত্রে ২ চা চামচ সরষের তেল এবং ২ চা চামচ ঘি গরম করে উপর থেকে ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি মাটন রোগান জোশ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Somashree Nandi Karmakar

Similar Recipes