টম্যাটোর চাটনি(tomato er chuney recipe in Bengali)

Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

#ebook2
#পৌষ_পার্বণ/সরস্বতী_পূজা
সরস্বতী পূজার ভোগের শেষ পাতে টম্যাটো,খেজুর,আমসত্তের চাটনি না থাকলে ভোজটাই অসম্পূর্ণ মনে হয়। আর এই চাটনি বাড়িতে রোজকার খাওয়া টম্যাটোর চাটনির থেকে অনেকটাই আলাদা হয়।অনুষ্ঠান বাড়ির সেই চাটনির রেসিপিই সকলের সঙ্গে শেয়ার করলাম।

টম্যাটোর চাটনি(tomato er chuney recipe in Bengali)

#ebook2
#পৌষ_পার্বণ/সরস্বতী_পূজা
সরস্বতী পূজার ভোগের শেষ পাতে টম্যাটো,খেজুর,আমসত্তের চাটনি না থাকলে ভোজটাই অসম্পূর্ণ মনে হয়। আর এই চাটনি বাড়িতে রোজকার খাওয়া টম্যাটোর চাটনির থেকে অনেকটাই আলাদা হয়।অনুষ্ঠান বাড়ির সেই চাটনির রেসিপিই সকলের সঙ্গে শেয়ার করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৪ জন
  1. ২ টি বড়ো সাইজের টম্যাটো
  2. ৫-৬ টি খেজুর
  3. ৫০ গ্রাম আমসত্ত্ব
  4. ১৫-২০ টি কিসমিস
  5. ৫০গ্রাম চিনি
  6. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১/৪ চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. ১ টেবিল চামচ পাতিলেবুর রস
  9. ১/৪ চা চামচ আদা কুচি
  10. ১/২ চা চামচ তেল
  11. স্বাদ অনুযায়ীলবণ

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে কড়াইতে তেল দিয়ে আদা কুচি দিন।তারপর টম্যাটো টা দিয়ে লবণ,লঙ্কা গুঁড়ো,হলুদ গুঁড়ো দিয়ে টম্যাটো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

  2. 2

    এরপর চিনি দিয়ে দিন।চিনি গলে গেলে অল্প জল দিন।

  3. 3

    এবার কিসমিস, খেজুর, আমসত্ত্ব দিয়ে ২মিনিট ফুটিয়ে নামিয়ে নিন।

  4. 4

    নামানোর পর লেবুর রস দিয়ে দিন।শেষ পাতে পরিবেশন করুন পাঁপড় সহযোগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

Similar Recipes