লালশাক চচ্চড়ি (lalshak chochori recipe n bengali)

নিবেদিতা ঘোষাল পন্ডিত
নিবেদিতা ঘোষাল পন্ডিত @cook_26413908

#আমারপ্রথমরেসিপি
শাক অত্যন্ত পুষ্টিকর খাবার। আমি তাই লালশাকের চচ্চড়ি টি সবার সাথে শেয়ার করলাম।

লালশাক চচ্চড়ি (lalshak chochori recipe n bengali)

#আমারপ্রথমরেসিপি
শাক অত্যন্ত পুষ্টিকর খাবার। আমি তাই লালশাকের চচ্চড়ি টি সবার সাথে শেয়ার করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৪জন
  1. 1 আঁটি লালশাক
  2. 1 টা মাঝারি আকারের বেগুন
  3. 1টি আলু
  4. ২০০গ্রাম কুমড়ো
  5. পরিমাণ মতোকয়েকটি ডালের বড়ি
  6. 1টেবিল চামচ পোস্ত
  7. 1/2 টেবিল চামচ কালো সরষে
  8. 1/2 চা চামচকালো জিরে
  9. 1টি শুকনো লঙ্কা
  10. পরিমাণ মতো তেল
  11. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  12. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  13. স্বাদমত লঙ্কাগুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে শাক বেছে ধুয়ে নিতে হবে। সমস্ত সবজি ডুমো করে কেটে নিতে হবে।

  2. 2

    কড়াতে তেল দিয়ে প্রথমে বড়ি গুলি ভেজে তুলে নিয়ে গোটা পোস্ত, সরষে ও কালো জিরে ও শুকনো লঙ্কা ফোরন দিতে হবে।

  3. 3

    হয়ে গেলে সমস্ত সবজি দিয়ে নুন হলুদ,লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভাজতে হবে, এই সময় গ্যাস লো করে চাপা দেবেন। সবজি নরম হলে শাক দিতে হবে।

  4. 4

    নাড়াচাড়া করে অল্প জল ও পরিমাণ মতো মিষ্টি ও ভাজা বড়ি গুলো দিয়ে চাপা দিতে হবে ও সিদ্ধ হওয়া অবধি রান্না করতে হবে।

  5. 5

    সিদ্ধ হয়ে গেলে গা মাখা করে নামাতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
নিবেদিতা ঘোষাল পন্ডিত

Similar Recipes