সজনে ডাটার চচ্চড়ি(Sojne datar chochori recipe in Bengali)

Nayna Bhadra
Nayna Bhadra @cook_23404555

#GA4
#week25
এ বারের গোল্ডেন এপ্রোন এর ধাঁধা থেকে আমি সজনে ডাটা বেছে নিয়ে তোমাদের জন্য নিয়ে এলাম বড়ি ও আরো নানান সব্জির সমারোহে সজনেডাটা চচ্চড়ি ।গরম কালের জন্য উপযুক্ত একটি সুস্বাদু খাবার।

সজনে ডাটার চচ্চড়ি(Sojne datar chochori recipe in Bengali)

#GA4
#week25
এ বারের গোল্ডেন এপ্রোন এর ধাঁধা থেকে আমি সজনে ডাটা বেছে নিয়ে তোমাদের জন্য নিয়ে এলাম বড়ি ও আরো নানান সব্জির সমারোহে সজনেডাটা চচ্চড়ি ।গরম কালের জন্য উপযুক্ত একটি সুস্বাদু খাবার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জন
  1. 250 গ্রামসজনে ডাটা
  2. 2 টিআলু
  3. 1 টিবেগুন
  4. পরিমাণ অনুযায়ী কুমড়ো
  5. 5-6 টি শিম
  6. 8-9 টিবড়ি
  7. 1 টেবিল চামচজিরে গুঁড়ো
  8. 1 টেবিল চামচধনে গুঁড়ো
  9. 5-6 টি কাঁচা লঙ্কা
  10. 4 টেবল চামচসর্ষের তেল
  11. 1/2 চামচ রাঁধুনি
  12. 2 টিতেজপাতা ও শুকনো লঙ্কা
  13. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  14. 2 টেবিল চামচ আদা বাটা
  15. স্বাদ মত নুন চিনি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথম সজনে ডাটা গুলো নিয়ে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিতে হবে ।

  2. 2

    এবার বাকি সব্জি গুলো ভাল করে ধুয়ে কেটে নিতে হবে।

  3. 3

    এবার করাতে তেল দিয়ে বড়ি গুলো ভেজে তুলে রাখতে হবে এবং করাতে তেল দিয়ে ফোরন দিয়ে দিতে হবে।

  4. 4

    এবার সমস্ত সব্জি নুন হলুদ জিরে গুরো ধনে গুরো আদা বাটা ও চিনি দিয়ে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে কষতে থাকুন ।কষে একদম নরম হয়ে গেলে বড়ি দিয়ে একটু নেড়ে চেরে নামিয়ে গরম ভাত এর সাথে পরিবেশন করুন এই সুস্বাদু সজনে ডাটা চচ্চড়ি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nayna Bhadra
Nayna Bhadra @cook_23404555

Similar Recipes