তেঁতো চচ্চড়ি (Tento Chochhori recipe in Bengali)

Chandana Patra
Chandana Patra @chandanapatra

#তেঁতো/টক
এই রান্নাটি আমার মায়ের কাছে শেখা। যতবারই করি ততবারই মায়ের কথা মনে পড়ে। পাতের প্রথমে এই চচ্চড়ি বেস মানায়।

তেঁতো চচ্চড়ি (Tento Chochhori recipe in Bengali)

#তেঁতো/টক
এই রান্নাটি আমার মায়ের কাছে শেখা। যতবারই করি ততবারই মায়ের কথা মনে পড়ে। পাতের প্রথমে এই চচ্চড়ি বেস মানায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 100 গ্রামকেটে রাখা সজনে ডাটা
  2. 100 গ্রামকুমড়ো টুকরো করে কাটা
  3. 4 টিকরলা টুকরো করে কাটা
  4. 1/2বেগুন লম্বা ফালি করে কাটা
  5. 1টিমাঝারি মাপের আলু লম্বা করে কাটা
  6. 2টিকাঁচা লঙ্কা
  7. 2টেবিল চামচসরষে ও পোস্ত বাটা
  8. স্বাদ মতনুন
  9. স্বাদ মতচিনি
  10. 1 চা চামচহলুদ
  11. প্রয়োজন অনুযায়ীরান্নার জন্য সর্ষের তেল
  12. 1/2 চা চামচপাঁচ ফোড়ন

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    কড়াই গরম হলে তাতে পরিমাণ মত সর্ষের তেল দিন। তেল গরম হলে পাঁচ ফোড়ন দিন। এবার কেটে রাখা করলা দিন।

  2. 2

    করলা হালকা ভাজা হলে তাতে বাকি সবজি গুলি ও কাঁচা লঙ্কা দিয়ে দিন।

  3. 3

    এবার পরিমাণ মত লবণ ও হলুদ দিয়ে একটু নাড়া চাড়া করে গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিন।

  4. 4

    10-15 মিনিট পর ঢাকা খুলে দেখে নিন সবজি সেদ্ধ হয়েছে কিনা। সবজি সেদ্ধ হলে পরিমাণ মত চিনি দিন। এবার জল শুকিয়ে এলে তাতে সর্ষে ও পোস্ত বাটা দিয়ে নাড়া চারা করে নামিয়ে নিন। ব্যাস তৈরি তেঁতো চচ্চড়ি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chandana Patra
Chandana Patra @chandanapatra

Similar Recipes