পাঁচ মিশালি তেতো চচ্চড়ি

মধুমিতা সরকার মিশ্র
মধুমিতা সরকার মিশ্র @cook_16359417

#মধ্যাহ্নভোজনের রেসিপি

পাঁচ মিশালি তেতো চচ্চড়ি

#মধ্যাহ্নভোজনের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 5 টি সজনে ডাঁটা
  2. 150 গ্রামকুমড়ো
  3. 2 টি মাঝারি সাইজের আলু
  4. 1 টি ছোট সাইজের বেগুন
  5. 4/5 টি পটল
  6. 4/5 টি বরবটি
  7. 3/4 টি উচ্ছে
  8. 10/12 টি বড়ি
  9. 10 গ্রামসাদা সরষে
  10. স্বাদমতোনুন
  11. 1 চা চামচ পাঁচফোড়ন
  12. 2 টিশুকনো লঙ্কা
  13. 3/4 টি কাঁচা লঙ্কা
  14. 1 টেবিল চামচহলুদ
  15. 1/2 কাপসরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সব সবজি গুলো টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে প্রথমে বড়ি গুলো লাল লাল করে ভেজে নিতে। বড়ি ভাজা হয়ে গেলে কড়াইতে উচ্ছে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। উচ্ছে ভাজা হয়ে গেলে বাকি তেলটুকু দিয়ে তেলের মধ্যে পাঁচ ফোরন ও শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। এরপর সব সবজি গুলো নুন ও হলুদ দিয়ে ভেজে নিতে হবে।

  2. 2

    কিছুক্ষণ ভাজার পরে সাদা সরষে বাটা ও লঙ্কা বাটা মিশিয়ে একটু কষিয়ে নিয়ে দু কাপ জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ ফোটার পর যখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
মধুমিতা সরকার মিশ্র

মন্তব্যগুলি

Similar Recipes