বেকড ভেনিলা চকলেট কুকিজ।(Baked Vanilla Chocolate Cookies)

Madhumita Kayal
Madhumita Kayal @Madhumita2008
Raghabpur(Baspara) P.O -Nepalgunj P.S -Bishnupur Dist -24 Pgs (S) Kolkata-700103.

#GA4.
#Week4
এই ক্যুকিজ টা আমি গ্যাসের চুলায় বেকড করে বানিয়েছি।

বেকড ভেনিলা চকলেট কুকিজ।(Baked Vanilla Chocolate Cookies)

#GA4.
#Week4
এই ক্যুকিজ টা আমি গ্যাসের চুলায় বেকড করে বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট।
২ জনার জন্য।
  1. ১ কাপ ময়দা
  2. ১ টা ডিম
  3. ৪-৫ চা চামচমচ ঘি
  4. ৩-৪ চা চামচ চিনি গুঁড়ো
  5. ১ চা চামচ বেকিং পাউডার
  6. ১/২ চা চামচ ভ্যানিলা এসেন্স
  7. ২ চা চামচ কোকো পাউডার

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট।
  1. 1

    প্রথমে একটা মিক্সিং বোলে ডিমটা কে ফাটিয়ে নিয়ে ওর মধ্যে চিনির পাউডার ও ঘি, ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  2. 2

    তারপর ওর মধ্যে বেকিং পাউডার ও ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে একটি ডো বানিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর ডো টাকে দুই ভাগে ভাগ করে নিতে হবে এবং একটি কে আলাদা করে রাখতে হবে এবং অন্য ডোর মধ্যে কোকো পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    তারপর দুটো ডো থেকে লেচি করে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে এক সাথে নিয়ে বিস্কুটের আকার দিয়ে বানিয়ে নিতে হবে এবং চুলায় একটা পাএ বিসিয়ে ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ওর ওপর কুকিজের প্লেট টা বসিয়ে ওপর থেকে ঢেকে দিয়ে ২০মিনিট বেকড করে নিতে হবে এবং বেকডটা অল্প আঁচে করতে হবে।

  5. 5

    তারপর ২০মিনিট বেকড করার পর নামিয়ে ঠান্ডা করে নিলেই তৈরি হয়ে যাবে ভ্যানিলা চকলেট কুকিজ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Madhumita Kayal
Madhumita Kayal @Madhumita2008
Raghabpur(Baspara) P.O -Nepalgunj P.S -Bishnupur Dist -24 Pgs (S) Kolkata-700103.

Similar Recipes