রসুনের চাটনি(Rosuner chatni recipe in Bengali)

RAKHI BISWAS
RAKHI BISWAS @ponka

#GA4
#week4
চতুর্থ সপ্তাহের ধাঁধা থেকে আমি আমার দ্বিতীয় রেসিপির জন্য চাটনি বেছে নিয়েছি,আমি এখানে রসুনের চাটনি করেছি, যেটা রুটি পরোটার সাথে খেতে দারুন লাগবে ।

রসুনের চাটনি(Rosuner chatni recipe in Bengali)

#GA4
#week4
চতুর্থ সপ্তাহের ধাঁধা থেকে আমি আমার দ্বিতীয় রেসিপির জন্য চাটনি বেছে নিয়েছি,আমি এখানে রসুনের চাটনি করেছি, যেটা রুটি পরোটার সাথে খেতে দারুন লাগবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 1 টি বড়গোটা রসুন
  2. 2টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
  3. 2টেবিল চামচ টক দই ফেটিয়ে নিতে হবে
  4. 1 চা চামচগোটা ধনে
  5. 1/2 চা চামচগোটা জিরে
  6. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  7. 2 চা চামচতেল
  8. স্বাদ মতলবণ

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে লঙ্কার গুঁড়ো হাফ কাপ জলে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিটের জন্য গোটা ধনে আর রসুন থেঁতো করে নিতে হবে. এবার কড়াইতে তেল দিয়ে জিরে ফোরন দিতে হবে, ফোরণের গন্ধ বের হলে ধনে দিতে হবে. এবার 1 মিনিটের মত নেড়েচেড়ে রসুন দিয়ে দিতে হবে.

  2. 2

    এবার ভিজিয়ে রাখা লঙ্কার গুঁড়ো দিতে হবে. লবণ হলুদ দিয়ে দিতে হবে. ক্রমাগত নাড়তে হবে. নাড়তে নাড়তে যখন তেল বের হবে তখন হাফ কাপের মতো জল দিতে হবে.

  3. 3

    এবার দুই মিনিটের মত আবার নেড়ে যখন জলটা ফুটে উঠবে তখন গ্যাস নিভু আঁচে করে দিয়ে দই দিতে হবে. নিভু আচে দুই থেকে তিন মিনিটের মত নেড়েচেড়ে গ্রেভি ঘন হয়ে গেলে নামিয়ে নিতে হবে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
RAKHI BISWAS

Similar Recipes