গুজরাতি মেথি থেপলা(Gujrati methi thepla recipe in Bengali)

Pratiti Dasgupta Ghosh
Pratiti Dasgupta Ghosh @cook_23562002

#GA4
#Week4
আমরা সবাই জানি থেপলা হল গুজরাতি খাবার। এটা সাধারণত জলখাবার হিসেবে ব্যবহার করা যেতে পারে। কারণ প্রাতরাশ যেহেতু সবসময় পেট ভরে খাওয়া উচিত।

গুজরাতি মেথি থেপলা(Gujrati methi thepla recipe in Bengali)

#GA4
#Week4
আমরা সবাই জানি থেপলা হল গুজরাতি খাবার। এটা সাধারণত জলখাবার হিসেবে ব্যবহার করা যেতে পারে। কারণ প্রাতরাশ যেহেতু সবসময় পেট ভরে খাওয়া উচিত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০ মিনিট
৪ জনের জন্য
  1. ২ কাপ আটা
  2. ১ কাপ বেসন
  3. ১ কাপ টক দই
  4. ৩ চা চামচ সাদা তেল ময়ান দেবার জন্য
  5. ১ চা চামচ ধনে গুঁড়ো
  6. ১ চা চামচ সাদা তিল
  7. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. ২চা চামচ নুন
  9. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ৪টি কাঁচালঙ্কা কুচি করা
  11. ৪ চা চামচ মেথি পাতা কুচি
  12. ১/২ কাপ সাদা তেল ভাজার জন্য
  13. ১চা চামচ জোয়ান
  14. পরিমাণমতো জল মাখার জন্য

রান্নার নির্দেশ সমূহ

৫০ মিনিট
  1. 1

    প্রথমে একটি পাত্রে দই, ব্যাসন ও আটা, মেথি পাতা, সব রকম গুরো মশলা, তিল, নুন, হলুদ গুরো ও সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ও অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে ও একটু তেল মাখিয়ে কিছু সময় রেখে দিতে হবে।

  2. 2

    এবার গ্যাস এর ওপর তাওয়া বসিয়ে দিতে হবে, এবারে যে আটা টি মেখে রাখা আছে সেটি থেকে গোলা তৈরি করে নিতে হবে ও রুটির মতো করে বেলে নিতে হবে।

  3. 3

    এবার তাওয়া গরম হলে তার ওপর দিয়ে দিতে হবে ও প্রথমে রুটির মতো সেঁকে নিতে হবে ও তার পর তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।

  4. 4

    ভাজবার পর প্লেটের ওপর নামিয়ে টক দই ও আচারের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pratiti Dasgupta Ghosh
Pratiti Dasgupta Ghosh @cook_23562002

Similar Recipes