মেথি থেপলা (Methi thepla recipe in bengali)

Suparna Sarkar
Suparna Sarkar @suparnacookpad

#GA4
#week12
এটি প্রসিদ্ধ গুজরাটী স্ন‍্যাকস্। এর মধ্যে বেসন ব‍্যবহার হয় আটার সঙ্গে। যেমন সুস্বাদু ও তেমনি স্বাস্থ্য সম্মত। মেথীশাক ও ধনেপাতা থাকায় এর খাদ্য গুণ বেড়ে যায় অনেক‌খানি।

মেথি থেপলা (Methi thepla recipe in bengali)

#GA4
#week12
এটি প্রসিদ্ধ গুজরাটী স্ন‍্যাকস্। এর মধ্যে বেসন ব‍্যবহার হয় আটার সঙ্গে। যেমন সুস্বাদু ও তেমনি স্বাস্থ্য সম্মত। মেথীশাক ও ধনেপাতা থাকায় এর খাদ্য গুণ বেড়ে যায় অনেক‌খানি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৩ জনের জন্য
  1. ১কাপআটা
  2. ১/৪কাপবেসন
  3. ১/২কাপমেথি শাক
  4. ১/৪কাপধনেপাতা
  5. ২চা চামচকসুরি মেথি
  6. ১/২চা চামচ জোয়ান
  7. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১চা চামচনুন
  9. ১/২চা চামচলাল লঙ্কা গুঁড়ো
  10. ১/২চা চামচধনে গুঁড়ো
  11. ১চা চামচ জিরে গুঁড়ো
  12. পরিমাণ মত/১০ চা চামচ তেল
  13. ১/২কাপদ‌ই

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    আটা, বেসন, কোসৌরী মেথী, মেথী শাক, ধনেপাতা, হলুদ, নুন, লঙ্কা, ধনে, জিরে, হলুদ গুড়ো, যোয়ান দুই চামচ সাদা তেল দিয়ে সমস্তটা মেখে নিয়ে দ‌ই দিয়ে মেখে নিতে হবে। প্রয়োজন হলে একটু জল দিতে হবে মন্ড তৈরী করতে। রুটি তৈরীর মত মাখাটা হবে। মন্ডটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিতে হবে। তার পর আর ও এক চামচ তেল দিয়ে মন্ডটা মেখে নিলাম।

  2. 2
  3. 3

    তাওয়ায় দুপিঠ সেঁকে নিলাম। রঙ পাল্টে গেলে অল্প অল্প তেল বুলিয়ে সেঁকে ভেজে নিলাম।

  4. 4

    অল্প করে তেল বুলিয়ে দুপিঠ সোনালী করে ভেজে তুলে নিলাম। সমস্ত ভাজা হলে। ধনেপাতা‌র চাটনী ও দ‌ই দিয়ে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Sarkar
Suparna Sarkar @suparnacookpad

Similar Recipes