পাঁচ রকমের পিঠা (Panch rokomer pitha recipe n bengali)

Amrita Mallik
Amrita Mallik @cook_18598894
Tripura, India

#ebook2 #পিঠা #পৌষপার্বন/সরস্বতী পূজা.......হরেক রকম পিঠার মাঝে পাঁচ রকমের পিঠা ছাড়া বাঙ্গালীর পৌষ পার্বণ অসম্পূর্ণ। পাটিসাপটা ও চালের মালপোয়া রেসিপি আগেই দিয়েছি.... এখন বাকি পিঠাগুলোর রেসিপি দিলাম।

পাঁচ রকমের পিঠা (Panch rokomer pitha recipe n bengali)

#ebook2 #পিঠা #পৌষপার্বন/সরস্বতী পূজা.......হরেক রকম পিঠার মাঝে পাঁচ রকমের পিঠা ছাড়া বাঙ্গালীর পৌষ পার্বণ অসম্পূর্ণ। পাটিসাপটা ও চালের মালপোয়া রেসিপি আগেই দিয়েছি.... এখন বাকি পিঠাগুলোর রেসিপি দিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩-৪ ঘন্টা
৬-৭ জন
  1. সুজির মালপোয়া
  2. ২ কাপ সুজি
  3. ১/২ কাপ ময়দা
  4. ১/৪ চা চামচ বেকিং পাউডার
  5. ১ কাপ দুধ
  6. পরিমাণ মতো তেল ভাজার জন্যে
  7. ১ কাপ চিনি
  8. ১/২ চা চামচ এলাচ গুঁড়া
  9. পরিমাণ মতোপেস্তা বাদাম কুচি
  10. সাবু দানার মালপোয়া
  11. ১ কাপ সাবু দানা
  12. ১/২ কাপ ময়দা
  13. ১চা চামচবেকিং পাউডার সামান্য
  14. ১ কাপ দুধ
  15. প্রয়োজন মতো তেল ভাজার জন্যে
  16. ১ কাপ চিনি
  17. ১/২ চা চামচ এলাচ গুঁড়া
  18. চিতই পিঠা
  19. ২+১/২ কাপ চালের গুঁড়া
  20. ১ চা চামচ বেকিং পাউডার
  21. ১/২ চা চামচ চিনি
  22. ১ চা চামচনুন
  23. ১ টেবিল চামচ তেল
  24. পরিমাণ মতোজল
  25. ভাপা পুলি পিঠা
  26. ১/২ কেজি চালের গুঁড়ো
  27. ৩ টেবিল চামচ ময়দা
  28. পরিমাণ মতোজল
  29. স্বাদমতনুন
  30. ১+১/২ কাপ নারকেল কোড়ানো
  31. ১ কাপ খেঁজুরের গুঁড় বা চিনি
  32. ১/৪ কাপ সাদা তিল ভেজে গুঁড়ো করা
  33. ২ টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

৩-৪ ঘন্টা
  1. 1

    সুজির মালপোয়া:- সুজি, ময়দা, দুধ, এলাচ গুঁড়ো চিনি ও জল মিশিয়ে একটু ঘন মিশ্রন বানিয়ে ২ ঘন্টা রেখে দিন। ভাজার ১০ মিনিট পূর্বে বেকিং পাউডার মিশিয়ে নিন।
    মাঝারি আঁচে তেল গরম করে....গোল চামচে করে মিশ্রনটা দিন ও মালপোয়াগুলো হালকা বাদামি করে ভেজে তুলুন।

  2. 2

    সাবুর মালপোয়া :- সাবু দানা, ময়দা, দুধ, এলাচ গুঁড়ো চিনি ও জল মিশিয়ে একটু ঘন মিশ্রন বানিয়ে ৩-৪ ঘন্টা রেখে দিন।
    মাঝারি আঁচে তেল গরম করে....গোল চামচে করে মিশ্রনটা দিন ও মালপোয়াগুলো হালকা বাদামি করে ভেজে তুলুন।

  3. 3

    চিতই পিঠা :- সব উপকরণ একসাথে ব্লেন্ড করে গোলা বানিয়ে নিন। গোলা টা বেশি ঘন অথবা পাতলা হবেনা। ১ঘন্টা রেখে দিন। এরপর মাটির খোলা অথবা লোহার কড়াই চুলায় গরম নিন। কড়াই ভালোভাবে গরম হলে গোল চামচ দিয়ে ১ চামচ গোলা নিয়ে গরম কড়াইতে দিয়ে ঢেকে দিন।

  4. 4

    নারকেল, গুঁড় ও তিল একসঙ্গে জ্বাল দিয়ে পুর তৈরি করে নিন। পুর ঠাণ্ডা হতে দিন। এবার চুলায় পরিমাণমতো জল ও নুন দিন। ফুটে উঠলে ২ টেবিল চামচ ঘি দিয়ে চালের গুঁড়ো ও ময়দা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন অল্প আঁচে। সেদ্ধ হলে নামিয়ে ভালো করে মথে নিন। এবার কাই থেকে লুচির মতো বেলে ভিতরে পুর দিয়ে কোনাগুলো ভালো করে চেপে মুড়ে দিন। চাইলে সুন্দর নকশাও করে দিতে পারেন। এবার হাঁড়িতে জল দিয়ে ফুটে উঠলে বাঁশের চালনি বসিয়ে দিন। এই চালনিতে পিঠা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নিন। স্টিমারেও স্টিম দিতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Amrita Mallik
Amrita Mallik @cook_18598894
Tripura, India
Professionally m Pharmacist but cooking is my passion & love. Love to work on different cuisine ideas & try to create something new recipes.💥 25-07-20 :- Trainee chef @cookopad
আরও পড়ুন

Similar Recipes