ধোঁকার ডালনা (Dhoka r Dalna recipe n bengali)

Suprava Jana
Suprava Jana @cook_26192931
Howrah,Salkia

#ebook2 সরস্বতী পূজা/পৌষ পার্বণ

ধোঁকার ডালনা (Dhoka r Dalna recipe n bengali)

#ebook2 সরস্বতী পূজা/পৌষ পার্বণ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪-৫ জন
  1. ধোঁকার জন্য:-
  2. ২০০ গ্ৰামছোলার ডাল
  3. ৩০ গ্ৰামনারকোল কুড়ানো
  4. স্বাদমতোনুন চিনি
  5. স্বাদমতোকাঁচা লঙ্কা কুচি যে যার স্বাদমতো
  6. ২৫ গ্ৰামআদা বাটা
  7. ১/৪ চা চামচ হিং
  8. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ২৫ গ্ৰামরোস্ট চিনেবাদাম
  10. পরিমাণ মতোধোকা ভাজার জন্য সাদা তেল
  11. ২ টেবিল চামচ ময়দা
  12. ৫-৬ টেবিল চামচ জল
  13. ১ চা চামচ জিরে গুঁড়ো
  14. ডালনার জন্য
  15. ৫০ গ্ৰামনারকোল কুড়ানো
  16. স্বাদমতোনুন চিনি
  17. ৫-৬ টি কাঁচা লঙ্কা চেরা
  18. ১ চা চামচঘি
  19. ১ চা চামচগরম মসলা গুঁড়ো
  20. পরিমাণ মতোফোড়নের জন্য- শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মসলা
  21. ১ টি আলু ডুমো করে কাটা
  22. ৫০ গ্ৰামটমেটো কুচি
  23. ৫০ গ্ৰামআদা বাটা
  24. ৮ গ্ৰামজিরে গুঁড়ো
  25. ৫ গ্ৰামহলুদ, ধনে গুঁড়ো
  26. ৩ গ্ৰামকাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  27. ১/৪ চা চামচ হিং
  28. ১০০ গ্ৰামসর্ষের তেল
  29. পরিমাণ মতোগরম জল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে সারারাত জলে ভিজিয়ে রাখা ছোলার ডাল জল ঝরিয়ে নুন চিনি কাঁচা লঙ্কা কুচি জল দিয়ে বেটে নিতে হবে।।।। তারপর কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে নারকোল কুড়ানো ভালো করে ভেজে নিয়ে আদা বাটা হিং হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে বেটে রাখা ডাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রোস্ট করা চিনেবাদাম দিয়ে একটু শুকনো হয়ে গেলে তেল মাখানো থালায় ঢেলে রাখতে হবে।।।

  2. 2

    তারপর ছড়িয়ে দিয়ে গরম অবস্থায় বরফির মতো কেটে নিতে হবে।।।। তারপর ঠান্ডা হয়ে গেল ময়দা ও জল ব্যাটার টা ধোঁকা গুলোর ওপর লাগিয়ে গরম তেলে ভেজে তুলে নিতে হবে।।।।

  3. 3

    অন্য কড়াইতে সষের তেল গরম করে ফোড়ন দিয়ে আলু ভাজতে হবে তারপর নারকোল কুড়ানো আদা বাটা সব গুঁড়ো মসলা দিয়ে কষাতে হবে দরকার মতো সামান্য গরম জল দিতে পারেন।।।। তারপর নুন চিনি টমেটো কুচি চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে সেদ্ধ হওয়ার জন্য।।।।

  4. 4

    তারপর ঢাকা খুলে ধোকা দিয়ে নাড়াচাড়া করে ঘি গরম মসলা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে কিছু ক্ষণ রেখে নামিয়ে পরিবেশন করুন ধোঁকার ডালনা।।।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suprava Jana
Suprava Jana @cook_26192931
Howrah,Salkia
I Love Cooking....& I Love Eating....
আরও পড়ুন

মন্তব্যগুলি (5)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Eishob recipe gulo harate boseche. Kojon ey jane ei pod gulo ki opurbo swader. Darun bonti. Chaliye jao.👍

Similar Recipes