রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
2জনের
  1. 4 টুকরোকাতলা মাছ
  2. 5 টিপটল
  3. 1 টি মাঝারি আকারের আলু
  4. 1 টি মাঝারি আকারের পেঁয়াজ
  5. 1 টি মাঝারি আকারের টমেটো
  6. 2 টেবিল চামচআদা রসুন বাটা
  7. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  8. 1চা চামচ গরম মশলা গুঁড়ো
  9. 1 চা চামচজিরে গুঁড়ো
  10. 1 চা চামচহলুদ গুঁড়ো
  11. স্বাদমতোনুন-চিনি
  12. পরিমাণ মতোতেল

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    সব উপকরণ এক জায়গায় জড়ো করে রাখুন, আলু ও পটল খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিন। পেঁয়াজ ও টোম্যাটো বেটে নিন।আদা-রসুন-হলুদগুঁড়ো-লংকা গুড়ো-জিরে গুঁড়ো আধ কাপ জলে গুলে রাখুন।

  2. 2

    কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে, মাছ গুলো নুন-হলুদ মেখে ভেজে নিন

  3. 3

    এবার ঐ তেলে জিরে ফোড়ন দিয়ে আলু-পটল ভাজুন,তারপর তাতে মসলা আর নুন-চিনি স্বাদমতো দিয়ে কষুন, গরমমশলা গুড়ো দিন, তেল ছাড়তে শুরু করলে পরিমাণমতো জল দিন।

  4. 4

    ঝোল ফুটে উঠলে মাছ গুলো দিয়ে দিন,পছন্দমত ঝোল রেখে নামান

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
স্বর্নাক্ষী চ্যাটার্জি
মধ্যমগ্রাম, উত্তর ২৪পরগনায়
আমি একজন গৃহবধূ, ভালবেসে রান্না করি,আর হারিয়ে যাওয়া রান্না কে নিজের মত করে আবারও ফিরিয়ে আনার চেষ্টা করি।কুকপ্যাডে এসে আমার স্বপ্ন সফল করার এক দিশা খুজে পেলাম।
আরও পড়ুন

Similar Recipes