আলু বেগুন বড়ি দিয়ে রুই মাছের ঝোল (aloo begun bori diye rui maacher jhol recipe in Bengali)

Poulami Sen
Poulami Sen @cook_18123741

#GA4
#week5
এবারের পাজেল বক্স থেকে আমি মাছ বেছে নিয়েছি।।

আলু বেগুন বড়ি দিয়ে রুই মাছের ঝোল (aloo begun bori diye rui maacher jhol recipe in Bengali)

#GA4
#week5
এবারের পাজেল বক্স থেকে আমি মাছ বেছে নিয়েছি।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪ জন
৪০ মিনিট
  1. ৬ টুকরো রুই মাছ
  2. ১ টি আলু ডুমো করে কাটা
  3. ১ টি বেগুন ডুমো করে কাটা
  4. স্বাদমতোনুন
  5. পরিমাণমতো ডালের বড়ি
  6. 1/2 চা চামচগোটা জিরে
  7. 1টেবিল চামচ হলুদ গুঁড়ো
  8. 1চা চামচ জিরে গুঁড়ো
  9. 1/2 চা চামচধনে গুঁড়ো
  10. 1 চা চামচলাল লঙ্কার গুঁড়ো
  11. পরিমান মতো সাদা তেল
  12. পরিমাণমতো জল

রান্নার নির্দেশ সমূহ

৪ জন
  1. 1

    প্রথমে মাছ গুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর মাছগুলো নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    ওই তেলে বড়ি ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    এবার কড়াইতে অল্প পরিমাণ সাদাতেল দিয়ে তেলটা গরম হলে তাতে গোটা জিরে ফোঁড়ন দিয়ে আলু দিয়ে হালকা ভেজে নিতে হবে।

  4. 4

    ভাজা হলে তাতে একে একে স্বাদমতো নুন ও সমস্ত গুঁড়ো মশলা দিয়ে মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে।

  5. 5

    তারপর পরিমাণমতো জল ও বেগুন দিয়ে ঢাকা দিয়ে ফোটাতে হবে আলু ও বেগুন সেদ্ধ হওয়া পর্যন্ত।

  6. 6

    সমস্তটা ভালো করে সেদ্ধ হয়ে এলে তাতে ভেজে রাখা মাছ ও বড়ি দিয়ে আবারো কিছুক্ষণ ঢাকা দিয়ে ফোটাতে হবে রান্না হওয়া পর্যন্ত।

  7. 7

    পুরোপুরি রান্না হয়ে গেলে নামিয়ে নিতে হবে, গরম ভাতের সাথে পরিবেশন করুন আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Poulami Sen
Poulami Sen @cook_18123741

Similar Recipes