একপাকে ভোগের খিচুড়ি (ekpake bhoger khichuri recipe in Bengali)

Susmita Mitra
Susmita Mitra @Mitra_susmita
Konnagar

#পুজো2020

পুজোর রান্না থিমে আমি দূর্গা মহাস্টমীর রান্না করেছি। ভোগের খিচুড়ি সাধারণত একপাকে অর্থাৎ একটিই হাড়িতে বানানো হয়। তাতে আলাদা করে ফোড়ন দেওয়া হয় না। ডাল চাল ফোড়ন একসাথে ভেজে অল্প আচে বসিয়ে রান্না হয়। এইজন্যই একে একপাকের খিচুড়ি বলা হয়। আর এর স্বাদ ও হয় অমৃতসম। সাথে অবশ্যই চাই বোটাসহ বেগুন ভাজা, আলুর দম আর টমেটোর চাটনি।

একপাকে ভোগের খিচুড়ি (ekpake bhoger khichuri recipe in Bengali)

#পুজো2020

পুজোর রান্না থিমে আমি দূর্গা মহাস্টমীর রান্না করেছি। ভোগের খিচুড়ি সাধারণত একপাকে অর্থাৎ একটিই হাড়িতে বানানো হয়। তাতে আলাদা করে ফোড়ন দেওয়া হয় না। ডাল চাল ফোড়ন একসাথে ভেজে অল্প আচে বসিয়ে রান্না হয়। এইজন্যই একে একপাকের খিচুড়ি বলা হয়। আর এর স্বাদ ও হয় অমৃতসম। সাথে অবশ্যই চাই বোটাসহ বেগুন ভাজা, আলুর দম আর টমেটোর চাটনি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
5 সারভিংস
  1. 200 গ্রামগোবিন্দভোগ চাল
  2. 200 গ্রামসোনামুগ ডাল
  3. স্বাদ মতোনুন
  4. 1 চা চামচহলুদ গুঁড়ো
  5. 4 টিচেরা কাচালংকা
  6. 2 টিতেজপাতা
  7. 2 টিশুকনো লংকা
  8. 1 টেবিল চামচআদাবাটা
  9. পরিমাণ মতোগোটা গরম মশলা (দারচিনি এলাচ লবঙ্গ)
  10. 1 কাপঘি
  11. 1 টেবিল চামচচিনি
  12. 1 চা চামচগরমমশলা গুঁড়ো
  13. 1 মুঠোকাজুবাদাম কিশমিশ

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    একটি হাড়িতে অর্ধেক পরিমাণ ঘি দিয়ে একে একে তেজপাতা, শুকনো লংকা, গোটা গরম মশলা, আদা বাটা দিয়ে নাড়ুন।

  2. 2

    এবার ওর মধ্যে ডাল, চাল, নুন, চেরা কাচালংকা, হলুদ গুঁড়ো দিয়ে অল্প আচে ভাজুন।

  3. 3

    পরিমাণ মতো গরমজল দিয়ে ঢেকে অল্প আচে বসিয়ে রান্না করুন।

  4. 4

    চাল ডাল ভালো মতো সেদ্ধ হলে চিনি, বাকি ঘি, গরমমশলা গুঁড়ো, কাজুবাদাম, কিশমিশ মিশিয়ে নামিয়ে নিলেই তৈরী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Susmita Mitra
Susmita Mitra @Mitra_susmita
Konnagar

Similar Recipes