ভোগের খিচুড়ি(Bhoger khichuri recipe in Bengali)

Mrinalini Saha
Mrinalini Saha @9856mili

#fc #week1
পূজোর প্রসাদ বললেই সবার প্রথমে ভোগের প্রসাদ, ভোগের খিচুরির কথা মাথায় আসে 😀যার একটা অসাধারণ গন্ধ ও মাধুর্য আছে ,আর তাই আজ রথ যাত্রা উপলক্ষে বানিয়ে নিলাম অমৃতসম সুস্বাদুকর ভোগের খিচুরি 😋

ভোগের খিচুড়ি(Bhoger khichuri recipe in Bengali)

#fc #week1
পূজোর প্রসাদ বললেই সবার প্রথমে ভোগের প্রসাদ, ভোগের খিচুরির কথা মাথায় আসে 😀যার একটা অসাধারণ গন্ধ ও মাধুর্য আছে ,আর তাই আজ রথ যাত্রা উপলক্ষে বানিয়ে নিলাম অমৃতসম সুস্বাদুকর ভোগের খিচুরি 😋

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
3জনের জন্য
  1. 200 গ্রামগোবিন্দভোগ চাল
  2. 200 গ্রামসোনা মুগডাল
  3. 2 টিবড় আলু
  4. 1 টিবড় টমেটো
  5. 1 চা চামচজিরার গুঁড়ো
  6. 1/2 চা চামচলঙ্কারগুড়ো
  7. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  8. প্রয়োজন মতফোরনের জন্য (2টি শুকনো লঙ্কা +2টি তেজপাতা +1/2চামচ গোটা জিরা)
  9. পরিমান মতোভাঁজা মশলার গুঁড়ো (শুকনোলঙ্কা+জিরা +এলাচ+দারচিনি +লবঙ্গ)
  10. পরিমাণ মতসরষের তেল
  11. 1 চা চামচঘী
  12. স্বাদ অনুযায়ীনুন
  13. 2 চা চামচ3আদাবাটা

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    প্রথমে ডাল শুকনো খোলায় হাল্কা ভেজে ধুয়ে জলে ভিজিয়ে রাখি ।চালও ভাল করে ধুয়ে ভিজিয়ে রাখি

  2. 2

    তারপর কড়াইতে তেল দিয়ে গরম হলে আলুগুলি টুকরো করে দিয়ে নুন হলুদ দিয়ে হাল্কা নেড়েচেড়ে ভেজে তুলে রাখি ।

  3. 3

    তারপর কড়াইতে আবার তেল দিয়ে গরম হলে ফোরনের উপকরণ দিয়ে নেড়েচেড়ে টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে একটি বাটিতে জিরা, হলুদ, লঙ্কার গুঁড়ো একসঙ্গে একটু জল দিয়ে গুলে ঢেলে দিয়ে নেড়েচেড়ে আদাবাটা দিয়ে কষাতে থাকি ।

  4. 4

    কষানো হয়ে গেলে কড়াই থেকে তেল ছাড়তে শুরু করলে মশলা জল ঝড়ানো চাল ডাল দিয়ে ভাল করে মশলার সঙ্গে মিশিয়ে একটু ভেজে নিয়ে গরম জল দিয়ে দিতে হবে আন্দাজ মত যাতে সবকিছু জলে ডুবে যায়,তারপর ঢাকা দিয়ে রাখি ।

  5. 5

    জল শুকিয়ে আসলে ঢাকা খুলে যদি দেখা যায় চাল ডাল এখনও ভাল সেদ্ধ হয়নি তাহলে আবার কিছুটা জল আন্দাজ মত দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে

  6. 6

    তারপর চাল ডাল ভাল করে সেদ্ধ হয়ে গা মাখোমাখো একটা ভাব হয়ে আসলে ঘী আর 2চামচ ভাঁজা মশলার গুঁড়ো দিয়ে ভাল করে হাতা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে গ্যাস বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখি সবকিছু ভালভাবে ভিতরে ঢোকার জন্য 😀

  7. 7

    তারপরই তৈরী খাওয়ার জন্য টেস্টি গরম গরম ভোগের খিচুরি 😊😋

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mrinalini Saha
Mrinalini Saha @9856mili

মন্তব্যগুলি

Similar Recipes