সুজির উপমা (Sujir upma recipe in Bengali)

Ratna Bauldas
Ratna Bauldas @Ratna_bauldas

#GA4
#Week5

আমি এখানে একটি চমৎকার ব্রেকফাস্ট রেসিপি বানিয়েছি সুজির উপমা।

সুজির উপমা (Sujir upma recipe in Bengali)

#GA4
#Week5

আমি এখানে একটি চমৎকার ব্রেকফাস্ট রেসিপি বানিয়েছি সুজির উপমা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
4 জন
  1. 1 1/2কাপসুজি
  2. 2 1/2 জল
  3. 1 টিগাজর
  4. 1 টিপেঁয়াজ
  5. 1 চা চামচআদা কুচি
  6. 1 টেবিল চামচঘি
  7. 3টেবিল চামচসাদাতেল
  8. 1 মুঠোচিনাবাদাম
  9. 1 মুঠোকাজুবাদাম
  10. 15 টিকারিপাতা
  11. 3 টিকাঁচালঙ্কা কুঁচি
  12. 1 চা চামচকালো সর্ষে
  13. 1 চা চামচগোটা জিরে
  14. 1 চা চামচবিউলির ডাল
  15. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    কড়াইতে ঘি গরম করে সুজিটা লো ফ্লেমে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে সুজি যেন লাল হয়ে না যায়,,,সুজিটা সাদাই থাকবে। সুজিটা অন্য পাত্রে তুলে নিতে হবে।

  2. 2

    কড়াইতে সাদাতেল গরম করে প্রথমে চিনাবাদাম তারপর কাজুবাদাম ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    ঐ তেলেই কালো সর্ষে, গোটা জিরে, বিউলির ডাল ফোড়ন দিয়ে আদা, কাঁচালঙ্কা, কারিপাতা দিয়ে নাড়তে হবে।

  4. 4

    এবার টুকরো করা গাজর দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ কুঁচি, স্বাদমতো নুন দিয়ে লো ফ্লেমে ভাজতে হবে।

  5. 5

    এবার ভেজে রাখা সুজিটা দিয়ে ভালো করে সব্জির সঙ্গে মিশিয়ে গরম জল দিয়ে দু মিনিটের মতো ঢেকে দিতে হবে।

  6. 6

    ঢাকা খুলে ভাজা চিনাবাদাম, কাজুবাদাম মিশিয়ে খুন্তির সাহায্য ঝুরোঝুরো করে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল ঝুরঝুরে সুজির উপমা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ratna Bauldas
Ratna Bauldas @Ratna_bauldas

Similar Recipes