দই কাতলা // দই মাছ (doi mach recipe in bengali)

Dustu Biswas
Dustu Biswas @cook_17647620

পূজোর রান্না থিমে আমি বেছে নিলাম বাঙালির অন‍্যতম প্রিয় পদ #দইকাতলা, যা একদম বিয়ে বাড়ির স্টাইলে তৈরি করেছি।
#পূজো2020

দই কাতলা // দই মাছ (doi mach recipe in bengali)

পূজোর রান্না থিমে আমি বেছে নিলাম বাঙালির অন‍্যতম প্রিয় পদ #দইকাতলা, যা একদম বিয়ে বাড়ির স্টাইলে তৈরি করেছি।
#পূজো2020

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
৫জন
  1. ৫ টুকরোকাতলা মাছ
  2. ১কাপটকদই
  3. স্বাদমতোনুন
  4. ৬টাকাঁচালঙ্কা
  5. ১/২কাপসাদাতেল
  6. ১টেবিলচামচঘি
  7. ১চা চামচগরমমশলার গুঁড়ো
  8. ১/৪চা চামচচিনি
  9. ১টেবিলচামচআদাবাটা
  10. ২টো পেঁয়াজ ছোট সাইজের
  11. ৩--৪কোয়ারসুন
  12. ১/২ কাপভিনিগার
  13. ২টোতেজপাতা
  14. ১টাশুকনোলঙ্কা
  15. ২টোএলাচ
  16. ১টুকরোদারচিনি
  17. ২টোলবঙ্গ

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    প্রথমেই পেঁয়াজ অর্ধেক করে কেটে ভিনিগারে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে আধঘণ্টা।সেই সঙ্গে রসুন ও ভিজিয়ে দিতে হবে।আর বাকি সব উপকরণ হাতের কাছে গুছিয়ে নিতে হবে।

  2. 2

    আধঘণ্টা পর পেঁয়াজ ও রসুন ভিনিগার থেকে সরিয়ে নিয়ে একটা মিক্সিং জারে নিয়ে ৩/৪টে কাঁচালঙ্কা সমেত মসৃণ করে বেটে নিতে হবে। টকদই ভালো করে ফেটিয়ে রেখে পেঁয়াজ রসুন,কাঁচালঙ্কা র মিশ্রণ ঢেলে দিতে হবে।

  3. 3

    এখন পরিমাণ মতো নুন দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।অন‍্যদিকে গ‍্যাসে একটা প‍্যান বসিয়ে সাদাতেল দিতে হবে।

  4. 4

    তেল গরম হলে মাছ ছেড়ে ভেজে নিতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য আমি রান্নায় হলুদের ব‍্যবহার করবো না তাই মাছ ভাজার আগেই সামান্য হলুদ ও পরিমাণ মতো নুন দিয়ে মাছ মাখিয়ে নিয়েছি।

  5. 5

    এখন ভাজা মাছ প‍্যান থেকে তুলে সরাসরি ঐ দইয়ের মিশ্রণে দিতে হবে।

  6. 6

    মাছে দইয়ের মিশ্রণ ভালো করে মাখিয়ে নিয়ে আদাবাটা ও পরিমাণ মতো নুন দিয়ে আবারও মাখিয়ে নিয়ে ১০-১৫ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।

  7. 7

    ১০- ১৫পর প‍্যান আবার গরম করে তেজপাতা, শুকনোলঙ্কা, গোটা গরমমশলা ফোঁড়ন দিতে হবে।সুগন্ধ বের হলে দইতে মাখানো মাছ প‍্যানে ঢেলে দিতে হবে।

  8. 8

    ভালো ভাবে নাড়াচাড়া করে দইয়ের বাটি ধুয়ে একটু উষ্ণ জল দিতে হবে।ফুটে এলে নুনের পরিমান টেষ্ট করে নিয়ে সামান্য চিনি ছড়িয়ে নেড়ে নিয়ে গরমমশলা র গুঁড়ো দিয়ে ছড়িয়ে দিয়ে চেরা কাঁ চালঙ্কা দিতে হবে।

  9. 9

    এবার ঘি ছড়িয়ে নামিয়ে একটু ঢেকে রেখে পরিবেশন করতে হবে।

  10. 10

    আমি সুগন্ধি সরু চালের ভাতের সাথে পরিবেশন করেছি,বাঙালির আবেগকে আরও আপন করতে ফ্রায়েড রাইস অথবা পোলাওয়ের সাথে পরিবেশন করা যেতেই পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Dustu Biswas
Dustu Biswas @cook_17647620

মন্তব্যগুলি (3)

Similar Recipes