ছোলা চাট্ (Chola chat recipe in bengali)

Gopi ballov Dey
Gopi ballov Dey @mcook0244
Neamatpur

#GA4
#week6

ছোলা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই আজ ছোলা দিয়ে চাট বানালাম। খেতে খুব চটপটা হয় এই চাট আর সন্ধ্যাবেলার জলখাবারের জন্য খুব উপযুক্ত।

ছোলা চাট্ (Chola chat recipe in bengali)

#GA4
#week6

ছোলা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই আজ ছোলা দিয়ে চাট বানালাম। খেতে খুব চটপটা হয় এই চাট আর সন্ধ্যাবেলার জলখাবারের জন্য খুব উপযুক্ত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. ২ কাপ সেদ্ধ ছোলা
  2. ১ টা সেদ্ধ আলু
  3. ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি
  4. ২ টেবিল চামচ টমেটো কুচি
  5. ২ টেবিল চামচ ধনে পাতা কুচি
  6. ১ টা কাঁচা লঙ্কা কুচি
  7. ১ চা চামচ ধনে গুঁড়ো
  8. ১ চা চামচ জিরা গুঁড়ো
  9. ১ চা চামচ চাট মশলা
  10. ১/২ চা চামচ হিং
  11. ১/২ চা চামচ জিরা
  12. ১/২ চা চামচ গ্রেট করা আদা
  13. ১/২ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  14. ১/২ চা চামচ হলুদ
  15. স্বাদ মতবিটনুন
  16. ১ টেবিল চামচ তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে ছোলা ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    এবার একটা পাত্রে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, চাট মশলা ও বিটনুন নিয়ে একটু জল দিয়ে গুলে নিতে হবে।

  3. 3

    এরপর একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে তার মধ্যে গোটা জিরা, হিং ও আদা গ্রেট করে দিতে হবে।

  4. 4

    একটু নাড়াচাড়া করে তারমধ্যে গুলে রাখা মশলা দিয়ে দিতে হবে ও আঁচ একদম কমিয়ে কষতে হবে।

  5. 5

    মশলা তেল ছাড়লে তারমধ্যে সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিতে হবে ও ২-৩ মিনিট ভাজতে হবে।

  6. 6

    এরপর সেদ্ধ আলু ছোট ছোট টুকরো করে ছোলার মধ্যে দিয়ে দিতে হবে ও ভালো করে আবার ভেজে নিতে হবে।

  7. 7

    এবার একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দিতে হবে।

  8. 8

    ঠান্ডা হয়ে গেলে তারমধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি,কাঁচা লঙ্কা কুচি ও সাথে লেবুর রস দিতে হবে ও সব একসাথে মিশিয়ে নিতে হবে।ব্যাস চটপটা ছোলা চাট্ তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Gopi ballov Dey
Gopi ballov Dey @mcook0244
Neamatpur

Similar Recipes