মুম্বাই স্টাইলে বানানো কান্দা পোহা(Kanda Poha recipe in bengali)

RAKHI BISWAS
RAKHI BISWAS @ponka

#GA4
#Week7
আমি এবারে ধাঁধা থেকে ব্রেকফাস্ট বেছে নিয়েছি. সবাই চায় ব্রেকফাস্টে খুব ঝামেলা ছাড়া তাড়াতাড়ি হয়ে যায় এমন খাবার খেতে. তাই আমি ব্রেকফাস্ট এর জন্য পোহা বানিয়েছি. পোহা এক এক রাজ্যে একএক রকম ভাবে তৈরি হয়. আমি এখানে আজকে মুম্বাই স্টাইলে কান্দা পোহা বানিয়েছি. বাংলায় কান্দা মানে পেঁয়াজ আর পোহা মানে চিড়া.

মুম্বাই স্টাইলে বানানো কান্দা পোহা(Kanda Poha recipe in bengali)

#GA4
#Week7
আমি এবারে ধাঁধা থেকে ব্রেকফাস্ট বেছে নিয়েছি. সবাই চায় ব্রেকফাস্টে খুব ঝামেলা ছাড়া তাড়াতাড়ি হয়ে যায় এমন খাবার খেতে. তাই আমি ব্রেকফাস্ট এর জন্য পোহা বানিয়েছি. পোহা এক এক রাজ্যে একএক রকম ভাবে তৈরি হয়. আমি এখানে আজকে মুম্বাই স্টাইলে কান্দা পোহা বানিয়েছি. বাংলায় কান্দা মানে পেঁয়াজ আর পোহা মানে চিড়া.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
2 জন
  1. 1 কাপচিঁড়া
  2. 1 টিপেঁয়াজ ছোট ছোট করে কুচি করা
  3. 1/2 ছোটআলু টুকরো টুকরো করে কাটা
  4. 1/2 চা চামচগোটা সরষে
  5. 2 টিকাঁচা লঙ্কা কুচি
  6. প্রয়োজন মতোহলুদ গুঁড়ো
  7. স্বাদমতোলবণ
  8. 1 চা চামচলেবুর রস
  9. 1/2 চা চামচচিনি
  10. 1টেবিল চামচ ভাজা বাদাম
  11. 6-7 টিকারি পাতা
  12. 2টেবিল চামচ ধনেপাতা কুচি
  13. 2টেবিল চামচ তেল

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    প্রথমে চিড়া ধুয়ে নিয়ে একটি ছড়ানো পাত্রে ঢেলে ছড়িয়ে দিতে হবে. যাতে চিড়া নরম না হয়ে যায়. এই চিড়া টা একটু ঝরঝরে হবে.

  2. 2

    এবার কড়াইতে তেল দিয়ে গোটা সরষে ফোরণ দিয়ে যখন একটু ফুটে উঠবে তখন কারি পাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে. একটি সামান্য ভাজা হলে পেঁয়াজ দিয়ে দিতে হবে. পেঁয়াজ দিয়ে দু মিনিটের মতো নেড়েচেড়ে আলু দিয়ে দিতে হবে. এবার লবণ হলুদ দিতে হবে. বাদাম দিতে হবে. তিন থেকে চার মিনিট ভাজার পর এক টেবিল চামচ এর মতো জল দিতে হবে লো আচে ঢাকা দিতে হবে দু মিনিটের জন্য.

  3. 3

    দু মিনিট পরে আলু একটু সামান্য নরম হলে চিড়া দিয়ে দিতে হবে. এবার কড়াই ধরে টস করে নিতে হবে. বেশি ঘাটাঘাটি করা যাবে না. এবার চিনি দিয়ে দিতে হবে. আরো এক টেবিল চামচের মতো জল দিয়ে ঢেকে দিতে হবে এক মিনিটের জন্য.

  4. 4

    এক মিনিট পরে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে. * যদি কাঁচা বাদাম দেওয়া হয় তাহলে কারিপাতার পরে দিয়ে ভাজতে হবে. আর যদি বাদাম ভাজা থাকে তাহলে পেঁয়াজ আলু ভাজার পরে দিতে হবে. দুইভাবেই বাদাম দেয়া যায় যার যেমন খুশি.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
RAKHI BISWAS

Similar Recipes