মুড়ি ঘন্ট (muri ghonto recipe in bengali)

Sayantani Ray
Sayantani Ray @sayantani_27581

মুড়ি ঘন্ট (muri ghonto recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৫ জন
  1. ১০০ গ্রাম গোবিন্দ ভোগ চাল
  2. ২ টো রুই বা কাতলা মাছের মাথার সংগে ১টা লেজাও নিয়েছি
  3. ১ টা আলু ডুমো করে কাটা
  4. ১টা টমেটো কুচি
  5. ২ টো পেঁয়াজ কুচি
  6. ১০ কোয়া রসুন কুচি
  7. ১ টেবিল চামচ আদাবাটা
  8. ২ চা চামচ জিরে গুঁড়ো
  9. স্বাদ অনুযায়ীনুন আর চিনি
  10. ১/২ চা চামচহলুদ
  11. স্বাদ অনুযায়ীলংকা গুড়ো ও কাঁচা লংকা
  12. ১/২ চা চামচঘি
  13. ২ চা চামচ গরম মশলা
  14. ১চা চামচ ধনে গুঁড়ো
  15. পরিমাণ মতসরষের তেল
  16. ফোড়নের জন্য
  17. ২ টোতেজপাতা
  18. পরিমাণ মতগোটা গরম মশলা
  19. ১চা চামচ গোটা জিরে

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    নুন,হলুদ মাখিয়ে মাছের মাথাটা ভেজে নিতে হবে।

  2. 2

    চাল ধুয়ে জলে ঝরিয়ে রাখতে হবে। আলোটা ভেজে নিতে হবে নুন, হলুদ মাখিয়ে।

  3. 3

    পেয়াজ,রসুন কুচিয়ে রাখতে হবে।

  4. 4

    কড়াইয়ে তেল দিয়ে জিরে,তেজপাতা,গোটা গরম মশলা ফোরন দিয়ে রসুন কুচি,পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা হলে আদাবাটা টমেটো কুচি দিয়ে কষাতে হবে।এরপর জিরে গুড়ো, লংকা গুড়ো ধনেগুঁড়া দিয়ে জলে ঝরানো চাল দিয়ে ভেজে নিতে হবে।

  5. 5

    ভাজা আলু গুলো দিয়ে জলে দিতে হবে পরিমান মতো চালটা সেদ্ধ হওয়ার জন্য। মাছের মাথা গুলোও দিতে হবে।

  6. 6

    চাল সেদ্ধ হলে ঘি গরমমসলা ছড়িয়ে মাখো মাখোঁ হলে নামাতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sayantani Ray
Sayantani Ray @sayantani_27581
https://youtube.com/channel/UC_bENiNoFoXXiUvfiRxDikw youtube channel -"Hata Khuntir Melbondhon "
আরও পড়ুন

Similar Recipes